‘পাঠান’ সিনেমার সাফল্যের কারণ জানালেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার বিপুল সাফল্য নিয়ে আলোচনার পাশাপাশি এখন গবেষণাও শুরু হয়েছে। এবার ‘পাঠান’ সিনেমা নিয়ে কথা বলেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত।

রিভলবার রহস্যের পরিচালক অঞ্জন দত্ত এ প্রসঙ্গে বলছেন, ‘পাঠান কোথায় কোথায় মুক্তি পেয়েছে দেখুন। পৃথিবীজুড়ে সেটি মুক্তি পেয়েছে। শাহরুখ খান, যার ক্যারিশমা পৃথিবীজোড়া, যাকে দেখার জন্য পুরো পৃথিবীর লোক অপেক্ষা করছেন, তার সিনেমা মুক্তি পেয়েছে। লন্ডনে একাধিক স্ক্রিনে দেখানো হচ্ছে সিনেমাটি। কোটি কোটি রুপির বাণিজ্য করে ফেলেছে পাঠান। কারণ সেটির এই বিপুল পরিবেশনা রয়েছে।‘

আরও পড়ুন: ‘অঞ্জনযাত্রা’ নিয়ে অঞ্জন দত্ত

অঞ্জন দত্ত আরও বলেন বলেন, ‘একটা কথা মনে রাখবেন, পাঠান তো শুধু হিন্দি সিনেমা বলে শুধু মহারাষ্ট্র থেকে টাকা তুলেছে, এমনটা তো নয়। আরআরআর শুধু তামিলনাড়ুতে ব্যবসা করেছে বা দক্ষিণ ভারতে ব্যবসা করেছে, এমনটা তো নয়।

সারা পৃথিবী থেকে টাকা তুলেছে সিনেমাটি। আর শুধু পাঠান তো হিন্দি সিনেমার প্রতিনিধি নয়, বা আরআরআর দক্ষিণ ভারতের ছবি নয়। অনেক কম টাকায় অনেক ভালো ভালো সিনেমা হয়েছে। সেগুলোও তো হচ্ছে। সব মিলিয়েই চলতে হবে।’

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মে ১০০ কোটিতে বিক্রি হলো ‘পাঠান’

এদিকে অঞ্জন দত্ত পরিচালিত ‘রিভলবার রহস্য’ মুক্তি পাচ্ছে সম্প্রতি। সেখানেও পাশাপাশি চলবে পাঠান-এর শো-ও৷ এর মধ্যেই অঞ্জন দত্ত কিন্তু স্পষ্ট করে দিলেন, ‘আমাদের বাংলা ছবির তেমন নেটওয়ার্ক এখনও তৈরি করতে পারিনি আমরা বা তৈরি করার কথা ভাবিনি। আমরা ‘বং কানেকশন’ বেঙ্গালুরুতে মুক্তি দেওয়ার বিষয়ে কাজ করেছিলাম। এভাবেই হবে, এর চেয়ে বেশি তো কিছু সম্ভব নয়।’

শাহরুখ ভক্তরা আশা করছেন- এভাবেই সব সিনেমা বোদ্ধারা ‘পাঠান’ নিয়ে কথা বলবেন। ‘পাঠান’ সিনেমার প্রশংসা সবাই করবেন।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।