নতুন লুকে ভাইরাল শাহরুখ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

বলিউডজুড়ে এখন শুধু ‘পাঠান’ ঝড়। কিং খান চার বছর পর বড়পর্দায় ফিরেই ঝড় তুলেছেন। এ নাকি তার কেবল শুরু। চলতি বছরে তার আরও দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। ‘পাঠান’ সিনেমার সাফল্যের মধ্যেই শাহরুখ খান ফিরলেন তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’-এর শুটিংয়ে। আর সেই সেট থেকেই ভাইরাল হয়েছে বলিউড বাদশার একটি ছবি।

কিং খান পরবর্তী সিনেমার শুটিংয়ে মন দিয়েছেন। জানা গেছে, এখন চলছে ‘জওয়ান’ সিনেমার শুটিং। পুরো মুখে ব্যান্ডেজ করা পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। এবার সেই লুকেই শুটিং সেট থেকে ভাইরাল হয়েছে শাহরুখের একটি ছবি। সেই সিনেমায় দেখা যাচ্ছে শাহরুখ খানের পুরো মুখ ব্যান্ডেজ করা। চোখ খোলা, বেরিয়ে আছে চুলের লম্বা ‘লকস’।

শাহরুখের ছবিটি ভাইরাল হতেই শাহরুখের ভক্ত-অনুরাগীদের কমেন্টের বন্যা। এটি দেখে সবাই উত্তেজিত। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘রাজা এখন থামবেন না। উনিই সেরা।’ অন্য একজন লিখেছেন, ‘বাহ পাঠান এখন জওয়ান।’

অ্যাটলির পরিচালনায় নির্মিত হচ্ছে ‘জওয়ান’। সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণের তারকা নয়নতারা ও বিজয় সেতুপতিকে। এই সিনেমাতে অজস্র অ্যাকশন দৃশ্য থাকবে বলে জানা গেছে। এরই মধ্যে মুক্তি পাওয়া টিজারেও তা স্পষ্ট। সিনেমার প্রযোজনার দায়িত্ব পালন করছেন শাহরুকের স্ত্রী গৌরী খান, অর্থাৎ ‘রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট’।

২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে ‘জওয়ান’ সিনেমার টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান। ‘জওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায়- হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। সিনেমাটির জন্য শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন।

উল্লেখ্য, ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছাড়াও চলতি বছরেই মুক্তি পাবে শাহরুখের তৃতীয় সিনেমা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। এই সিনেমায় শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।

এদিকে ভারতে ‘পাঠান’ সিনেমাটি এরই মধ্যে ৩২৫ কোটির গণ্ডি পেরিয়ে গেছে। বিশ্বজুড়ে অবশ্য সেই ব্যবসার পরিমাণ ছাড়িয়েছে ৬৩৫ কোটির গণ্ডি। মনে করা হচ্ছে এই সিনেমা আজ ১৯ কোটি মতো ব্যবসা করবে যা গতকালের তুলনায় ২০-২৫ শতাংশ কম। একাধিক রেকর্ড ভেঙেছে এই সিনেমা। সবাই বলছে, এই সিনেমা বলিউডের অনন্য ইতিহাস হয়ে থাকবে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।