দক্ষিণ ভারতে ‘পাঠান’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রির হিড়িক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

‘পাঠান’ সিনেমা নিয়ে শাহরুখ ভক্তদের মাঝে উন্মাদনা বেড়েই চলছে। এ সিনেমার প্রথম গান মুক্তির পর থেকেই এটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। মুক্তির সময় যত ঘনিয়ে আসছে সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ততই বাড়ছে।

আরও পড়ুন: ‘বেশরম রং’ বিতর্কের মাঝেই ‘পাঠান’ সিনেমার নতুন গান

এরই মাঝে তুমুল গতিতে বিক্রি হচ্ছে সিনেমার টিকিট। জানা গেছে, ভারত ও ভারতের বাইরেও এই সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে। এই সিনেমায় অ্যাকশন প্যাকড শাহরুখ হলেন ‘র’র এজেন্ট। জাতীয়তাবাদ থেকে দেশপ্রেমে পরিপূর্ণ এই সিনেমা যে দর্শকের মনে ধরবে, সেই ভবিষ্যদ্বাণী অনেকেই করেছেন।

আরও পড়ুন: ঝড় তুলেছে শাহরুখের ‘পাঠান’ সিনেমার দ্বিতীয় গান

এ সিনেমা দিয়ে বড়পর্দায় কামব্যাক করছেন বলিউড বাদশা। তার এই কামব্যাক যে রাজকীয় হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুক্তির আগেই কার্যত ব্লকবাস্টারের আকার ধারণ করেছে এই সিনেমা। রোববার (২২ জানুয়ারি) পর্যন্ত এই সিনেমার অগ্রিম বুকিং হয়েছে ২০ কোটি রুপির।

বলা চলে এই সিনেমার অগ্রিম টিকিট বিক্রির হিড়িক পড়েছে। শুধু মুম্বাই বা হিন্দিভাষী শহরেই নয়, দক্ষিণ ভারতেও সাড়া ফেলেছে ‘পাঠান’। অগ্রিম বুকিংয়ের বেশিরভাগ টিকিটই বিক্রি হয়েছে দক্ষিণ ভারত থেকে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমার ট্রেলারেই শাহরুখের সঙ্গে নজর কাড়েন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

শাহরুখকে এ বছর সিনেমার প্রচারে ভারতের বিভিন্ন শহরে ঘুরতে দেখা যায়নি। কিন্তু টুইটারের মাধ্যমে সরাসরি প্রচারে ভুল করেননি বাদশা। এরই প্রভাব দেখা গেছে অগ্রিম বুকিংয়ে। অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মে এরই মধ্যে বিক্রি হয়েছে ১০ লাখ টিকিট।

শাহরুখের চার বছর পর এই কামব্যাক যে অন্যমাত্রা নিতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অনলাইনে সাড়ে তিন হাজার শোয়ের টিকিট বিক্রি হয়েছে। এমনকি টিকিটের চাহিদা এত যে, মাল্টিপ্লেক্সে সকাল ৭টা থেকে শুরু হচ্ছে শো।

তবে এখানেই লক্ষণীয় বিষয়, যখন দক্ষিণ ভারতীয় সিনেমা রাজত্ব করছে বলিউডে, সেই সময় বলিউডের ছবির সবচেয়ে বেশি সংখ্যক টিকিট বিক্রি হচ্ছে দক্ষিণ ভারত থেকে, অনেকেই এটিকে বলিউডের সুখবর বলে মনে করছেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।