বিজয় সেতুপতির সিনেমার সেটে দড়ি ছিঁড়ে স্টান্টম্যানের মৃত্যু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় সেতুপতি সিনেমার সেটের দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে মারা গেছেন বিখ্যাত স্টানম্যান এস সুরেশ। তিনি দক্ষিণী সিনেমার দুর্ধর্ষ স্টান্টম্যান হিসেবে পরিচিত ছিলেন। ৫৪ বছর বয়সে তিনি প্রাণ হারালেন। ‘হিন্দুস্তান টামস’-এর সংবাদে জানা গেছে তিনি ২০ ফুট উপর থেকে পড়ে মারা যান।

জানা গেছে, দক্ষিণী তারকা বিজয় সেতুপতির ‘বিদুথলাই’ ছবির সেটে স্টান্ট করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্টান্টম্যান এস সুরেশের এমন মৃত্যুতে দক্ষিণী সিনেমা ভুবনে শোকের ছায়া নেমে এসেছে। বিজয় সেতুপতির আগামী ছবি ‘বিদুথলাই’-এর সেট নির্মাণ করা হয়েছিল চেন্নাইয়ের ভন্ডালুরের উনামাঞ্চেরি গ্রামে। সুরেশ সিনেমাতে স্টান্ট নির্দেশকের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

‘হিন্দুস্তান টাইমস’-এর সংবাদ অনুযায়ী, এস সুরেশের এক স্টান্ট করার কথা ছিল। এই স্ট্যান্টের জন্য ২০ ফুট উঁচু থেকে তার ঝাঁপ দেওয়ার কথা ছিল। ২০ ফুট উঁচু থেকে ঝাঁপ দেওয়ার সময় ক্রেনে বাঁধা দড়ি ছিঁড়ে সুরেশ হঠাৎ পড়ে যান। সুরেশকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।