সবুজ শাড়িতে নজর কাড়লেন আনুশকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৬ অক্টোবর ২০২২

বলিউড তারকা আনুশকা শর্মার সাবেকি সাজের কিছু ভাইরাল হয়েছে। ছবিগুলো নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনাও হচ্ছে। আনুশকা ভক্তরা এই ছবিগুলো বেশ পছন্দ করেছেন। কেউ কেউ তাদের ফেসবুক ওয়ালেও পোস্ট করেছেন প্রিয় নায়িকার ছবিগুলো।

জানা গেছে, কলকাতায় আনুশকা এবারের দিওয়ালির একটি পার্টিতে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি নিয়ন গ্রিন শাড়িতে ঝলমলিয়ে উঠলেন। শাড়িতে আনুশকার রূপের ঝলকে মুগ্ধ হন পার্টিতে আগতরা।

বিজ্ঞাপন

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা নিয়ন গ্রিন রঙের শাড়িতে দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন আনুশকা।

এদিকে আনুশকা কলকাতায় ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং নিয়ে ব্যস্ত বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।