বলিউডে শুধুই স্টার তৈরি হয়, আসল সিনেমা হচ্ছে দক্ষিণে: অনুপম খের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৬ আগস্ট ২০২২
ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেতা অনুপম খের বলেছেন, বলিউড সবসময়ই স্টার তৈরির পিছনে ছুটেছে, এখনো ছুটছে। অন্যদিকে, দক্ষিণ ভারতীয় সিনেমা নতুন নতুন গল্প তৈরি করছে, সারাবিশ্বে তাদের মেধা ও পরিশ্রমের গল্প জানান দিচ্ছে। দক্ষিণেই আসল সিনেমা তৈরি হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ফ্লপ দশা নিয়ে বলতে গিয়ে অনপুম খের এমন মন্তব্য করেন।

তিনি বলেন, মূল সমস্যাটা হলো, বলিউড এখন আগে থেকেই ধরে নিচ্ছে যে, এখানে ভালো সিনেমা বানানো হচ্ছে। দর্শকদের পছন্দ না হলে, সেই দোষ পুরোটাই দর্শকের। কিন্তু দক্ষিণী সিমেনাতে এরকম হয় না। দক্ষিণী ইন্ডাস্ট্রি সবাইকে সঙ্গে নিয়ে চলে। সেখানে সিনেমা বানানোর আগে ঠিকঠাক রিসার্চ করা হয়, বলিউডে তা হয় না।

বক্স অফিসের হিসাব বলছে, এ বছরের সবচেয়ে সফল সিনেমা হলো- অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’। এর পরপরই যখন বলিউডের একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে, ঠিক তখনই বলিউডে চলতি ট্রেন্ড নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।