লাল সিং চাড্ডা ফ্লপ, চুক্তি বাতিল করছে নেটফ্লিক্স!
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তারই বহুল আলোচিত সিনেমা লাল সিং চাড্ডা। এ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরেন আমির। তবে সিনেমাটি প্রকাশ পাওয়ার আগেই সমালোচনা শুরু হয়। মুক্তির আগেই সিনেমা বয়কট নিয়ে চলে তর্ক-বিতর্ক। এর প্রভাবও পড়ে সিনেমায়। শুরুটা ভালো হলেও ধীরে ধীরে আয় কমতে থাকে সিনেমাটির।
‘লাল সিং চাড্ডা’ মুক্তির ১১ দিন পেরিয়েছে। এখন পর্যন্ত সিনেমাটি মাত্র ৫৫.৮৯ কোটি রুপি আয় করেছে। একই সঙ্গে এ সিনেমার সমস্যা আরও বেড়েছে ওটিটির জন্য।
বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স কিনতে চাইছে না ‘লাল সিং চাড্ডা’র কপিরাইট। জানা যায় তাদের সঙ্গে আমির বহুবার আলোচনা করার পরও প্রতিষ্ঠানটি রাজি হয়নি।
আমির খান নেটফ্লিক্সের কাছে ‘লাল সিং চাড্ডা’র জন্য ১৫০ কোটি রুপি দাবি করেছেন। সঙ্গে শর্ত জুড়ে দেন, প্রেক্ষাগৃহে মুক্তির ৬ মাস পরে ওটিটিতে প্রকাশ করার। তবে এমন দাবি কিছুতেই মানতে রাজি নয় নেটফ্লিক্স। নেটফ্লিক্স ৫০ কোটি রুপি দিতে চায়! এতে রাজি নন আমির। এ কারণে চুক্তি থেকে সরে যাচ্ছে নেটফ্লিক্স। অন্য ওটিটিগুলোও সিনেমাটি কিনতে চাইছে না!
লাল সিং চাড্ডা ১১ আগস্ট মুক্তি পায়। ১৮০ কোটি বাজেটের সিনেমাটি আয় করেছে ৫৫ কোটি রুপি। গুঞ্জন রয়েছে শিগগির প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী বন্ধ হয়ে যাবে।
এমএইচআর/জেআইএম