৪০-এ প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ এএম, ১৮ জুলাই ২০২২

গত জানুয়ারিতেই সারগোসির মাধ্যমে মা হয়েছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বাবা হয়েছেন নিক জোনাস। তাদের মেয়ের নাম রাখা হয়েছে মালতী ম্যারি চোপড়া জোনাস। এরইমধ্যে জীবনের ৩৯ বসন্ত পাড়ি দিয়ে ৪০-এ পা রাখলেন প্রিয়াঙ্কা। হ্যাঁ, আজ ১৮ জুলাই, দেশি গার্লের জন্মদিন।

ঝাড়খণ্ডের মেয়ে প্রিয়াঙ্কা সম্প্রতি ‘ট্রাভেল অ্যান্ড লেজার’কে দেওয়া সাক্ষাৎকারে জীবনে পরিবর্তন আসার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, সত্যিই এ বছরটা আমার কাছে জীবন পরিবর্তনের মতো বছর। এটা আমার জীবনের পরের দশক। আমি এখনো জানি না আমরা কী করবো। কারণ আমার স্বামী এবং আমি একে অপরের জন্মদিনের পরিকল্পনা করি। কিন্তু আমি জানি, কী অবস্থায় আমি থাকতে চাই।

 

jagonews24

গেল বছর প্রিয়াঙ্কার জন্মদিন কেটেছিল লন্ডনে। সেবার কর্মসূত্রে মার্কিন মুলুকে ছিলেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস।

প্রিয়াঙ্কাকে আগামীতে ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে। তার হাতে রয়েছে ‘সিটাডেল', রোম্য়ান্টিক কমেডি ‘টেক্সট ফর ইউ’ এবং অ্যাশন ফিল্ম ‘এন্ডিং থিংগস’র মতো প্রজেক্ট।

২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে ফিল্মে ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। সানি দেওলের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে প্রবেশ করেন বলিউডে। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান।

jagonews24

এরপর ২০০৮ সালে ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার, ২০১৬ সালে ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পান এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন সাবেক মিস ওয়ার্ল্ড।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।