মহানবীকে কটূক্তি: তিন খানের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহের প্রশ্ন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১০ জুন ২০২২

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে প্রতিবাদে মুখর হয়েছে মুসলিম বিশ্ব। এবার সে তালিকায় যোগ দিয়েছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। একই সঙ্গে এ ইস্যুতে বলিউডের তিন খানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ শাহরুখ, সালমান আর আমির খানের নীরবতা প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, 'তিন খানদের নিয়ে আমার কিছু বলার নেই। আমি যে পরিস্থিতিতে আছি, তারা নেই। আমার মনে হয়, তাদের ঝুঁকি বেশি। তবে, তারা নিজেরা কী ভাবছে, তা আমি জানি না। আমার মনে হয়, তাদের অবস্থা এমন যে, কিছু বললে অনেক কিছু হারাতে হবে।’

একই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এসব বিষ বন্ধ করার আহ্বান জানান নাসিরুদ্দিন শাহ।

ওই সাক্ষাৎকারে তিনি ‘দ্য কাশ্মীর ফাইল’ সিনেমারও সমালোচনা করেছেন। সেইসঙ্গে আরিয়ান ইস্যুতে শাহরুখ খানের অবস্থানের প্রশংসা করেছেন।

সম্প্রতি বিজেপি দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে ভারত। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে।

এসব দেশ ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

এমআই/এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।