কেজিএফ-২ এ কার কত পারিশ্রমিক
১০০ কোটি টাকা বাজেটের ছবি কেজিএফ-২। এরই মধ্যে বক্স অফিস থেকে ৭৮০ কোটি টাকা তুলে নিয়েছে সিনেমাটি। অনেক বক্স অফিস রেকর্ডও ভেঙেছে। এখনও নিজের ঘরে টাকা তুলেই চলেছে কেজিএফ-২।
এটি বিপুল পরিমাণ অর্থ তুলেছে ঠিকই, তবে এই ছবিতে যারা কাজ করেছেন তাদের পারিশ্রমিক কত? অনেকের মধ্যে এ বিষয়টি নিয়ে রয়েছে কৌতূহল।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, কেজিএফ-২ সিনেমার মূল চরিত্র ‘রকি ভাই’-এর ভূমিকায় অভিনয় করেছেন যশ। তিনি ২৫-২৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
এছাড়া প্রধান অভিনেত্রী শ্রীনিধি শেট্টি এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৪ কোটি টাকা।
ছবির প্রধান অভিনেত্রী শ্রীনিধি শেট্টি
অপরদিকে সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করা সঞ্জয় দত্ত পারিশ্রমিক হিসেবে প্রায় ৯-১১ কোটি টাকা নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
ছবিতে প্রধানমন্ত্রী ‘রামিকা সেন’র ভূমিকায় অভিনয় করার জন্য প্রায় দুই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন নায়িকা রবিনা।
কেজিএফ-২ ছবিতে প্রকাশ রাজ অভিনয় করেছেন ‘বিজেন্দর ইঙ্গালাগি’ নামে এক চরিত্রে। এই সিনেমায় তার মুখেই শোনা গেছে রকি ভাইয়ের উত্থানপতনের কাহিনী। আর এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৮৫ লাখ টাকা।
ছবিতে প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেন রবিনা
জনপ্রিয় ও ব্যবসা সফল ছবিটির পরিচালক প্রশান্ত নীল। এই সিনেমা করতে প্রযোজকদের থেকে তিনি নিয়েছেন ১৫-২০ কোটি টাকা।
এর আগে ২০১৮ সালে কেজিএফ-১ মুক্তি পেয়েছিল। এর সাফল্যের পর থেকেই, দ্বিতীয় পর্বের মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন দর্শকরা।
সবশেষ বহুল প্রতিক্ষীত কেজিএফ-২ মুক্তি পায় গত ১৪ এপ্রিল। কিন্তু মুক্তির আগেই সিনেমাটি ২৬ কোটি ৫০ লাখ রুপি অগ্রিম আয় করে। বাংলাদেশি টাকায় যা ৩০ কোটিরও বেশি।
২০১৯ সালে হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’ মুক্তির পর এটি সব বলিউড সিনেমার প্রথম দিনের সংগ্রহের চেয়েও বেশি।
জেডএইচ/জেআইএম