বিয়ের পর আলিয়ার সাজ নিয়ে নেটিজেনদের সমালোচনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ এএম, ২০ এপ্রিল ২০২২
আলিয়া ভাট/ছবি: সংগৃহীত

হাতের মেহেদি না শুকাতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রণবীর-আলিয়া দম্পতি। তবে কাজের প্রতি তাদের পেশাদারত্বের চেয়ে আলোচনায় উঠে এসেছে আলিয়ার সিঁথিতে সিঁদুর না পরার বিষয়টি। ‘এর চেয়ে ক্যাটরিনা ঢের ভালো ছিল’, মঙ্গলবার আলিয়া ভাটকে দেখে এমন মন্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

হিন্দুস্তান টাইমস বাংলা জানায়, বিয়ের পর রোববারই কাজে যোগ দিয়েছেন রণবীর। আর মঙ্গলবার কাজে ফেরেন আলিয়া। এদিন মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হন নববধূ। কাপুর খানদানের ‘বহুরানি’কে দেখা যায় হালকা গোলাপি সালোয়ার কামিজে। খোলাচুলে হালকা ঢেউ খেলানো, নো-মেপ লুকেই তাক লাগান আলিয়া। একটি ব্যাগ হাতে গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে।

বিয়ের পর যেন আলিয়ার মুখে ফুটে উঠেছে অদ্ভূত সুন্দর গ্লো। খুশিতে উজ্জ্বল তার চোখ-মুখ। মেহেদির রঙ এখনো ঝাপসা হয়নি। হাতে জ্বলজ্বল করছে রণবীরের পরিয়ে দেওয়া হিরের আংটি। পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে ভেতরে ঢুকে গেলেন আলিয়া। কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে।

কিন্তু কেন? নেটিজেনরা আসলে নতুন বউ হিসাবে আলিয়ার এই সাজ মেনে নিতে পারছেন না। আলিয়ার কপালে না আছে সিদুঁর, না রয়েছে হাতে শাখা। আলিয়াকে দেখে বোঝার উপায় নেই তিনি ‘বিবাহিতা’। আর এ নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের।

এ নিয়ে নানাজন নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘নতুন বউয়ের এ কেমন সাজ? এর চেয়ে ক্যাটরিনা অনেক ভালো ছিল।’ আরেকজন লিখেছেন, ‘কেমন ম্যাড়মেড়ে দেখাচ্ছে’।

ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।