ছেলে হবে না মেয়ে, চমক দিলেন রণবীর সিং!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৯ এপ্রিল ২০২২

বিটাউনে একের পর এক সেলেবরা বিয়ে করছেন। এই তো কিছু দিন আগেই সাত পাকে বাঁধা পড়লেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাদের আগে বিয়ে করে আলোচনায় ছিলেন বলিপাড়ার মস্তানি দিপীকা পাড়ুকোন ও খিলজি রণবীর সিং। ২০১৮ সালে ইতালির লেক কোমো-তে বসে দীপিকা ও রণবীরের বিয়ের আসর।

তারপর থেকেই বিভিন্ন সময় সন্তান পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দীপবীরকে। তবে এবার সুখবর শোনালেন রণবীর।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে রণবীর লেখেন, ‘ছেলে হবে না কি মেয়ে!’ ভাবছেন তাহলে কী মম টু বি হতে চলেছেন দীপিকা। না ব্যাপারটা সেরকম নয়।

আসলে রণবীর সিং তার নতুন ছবি ‘জয়েশ ভাই জোরদার’র পোস্টার শেয়ার করে চমকে দেন তার ভক্তদের। পোস্টারে এক নবজাতককে নিয়ে দাঁড়িয়ে রণবীর। চোখে মুখে তার চিন্তার ছাপ। জয়েশ ভাইয়ের ছেলে হবে নাকি মেয়ে? সেই প্রশ্নই রাখা হয়েছে!

পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আপনার কী মনে হয়?’

অভিনেতার এই ছবিতে কমেন্টে ভরিয়ে দেন তার অনুরাগীরা। রণবীরের এই ছবি দেখে পরিচালক জোয়া আখতার লিখেছেন, 'অবিশ্বাস্য।' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর লেখেন, ‘ওহ মাই গড’!

যশ রাজ ফিল্মসের বান্যারে এই ছবি প্রযোজনা করেছেন মণীশ শর্মা। ছবিতে এক গুজরাতি ছেলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। ‘৮৩’ ছবির পর এই ছবিটটিই মুক্তি পাচ্ছে রণবীরের। ছবিটির কাজ শেষ করেন রণবীর ২০২০ সালে। অতিমারির কারণে আটকে ছিল এই ছবির মুক্তি।

আজ মঙ্গলবার, ১৯ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এটি মুক্তির পর থেকে ভক্তদের প্রশংসায় ভাসছেন রণবীর। ট্রেলারটি শুরু হয় একটি অল্পবয়সী মেয়ে গ্রামের মদ্যপ পুরুষদের দ্বারা হয়রানির শিকার হওয়ার বিষয়ে অভিযোগ করার মধ্য দিয়ে। স্কুলগামী মেয়েটি মদ নিষিদ্ধ করার জন্য গ্রামের প্রধানকে অনুরোধ করে।

ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে শালিনী পাণ্ডেকে। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দিব্যাঙ্গ ঠক্কর। রণবীর নিজেই ছবির গল্পকে মির্যাকল স্ক্রিপ্ট আখ্যা দিয়েছেন। এই গল্পে জয়েশ ভাইকে নারীদের রক্ষক রূপে এবং তাদের স্বনির্ভরতার জন্য কাজ করতে দেখা যাবে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।