‘আরআরআর’ ছবিতে আলিয়ার ২০ মিনিটের মূল্য ৯ কোটি রুপি!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, ২৭ মার্চ ২০২২

প্রতীক্ষার প্রহর শেষ করে গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে ‘আরআরআর’ সিনেমা। বিশ্বের নানা দেশে প্রায় ৮ হাজার হলে দেখা যাচ্ছে ছবিটি। এরইমধ্যে ছবিটি নিয়ে দর্শকের ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

আয়ের দিক থেকে বিশাল এক রেকর্ডও গড়ে ফেলেছে ‘আরআরআর’। ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে এখন এ ছবিটি। মোট ৬০০ কোটি রুপি বাজেটের ছবি ‘ট্রিপল আর’ মুক্তির প্রথম দিনে সারাবিশ্ব থেকে প্রায় ২৪০ কোটি রুপি আয় করেছে।

এই ছবি দিয়ে প্রথমবার দক্ষিণের সিনেমায় অভিষিক্ত হলেন মহেশ ভাটের কন্যা আলিয়া। তাকে ঘিরেও অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। আলিয়াকে দেখা গেছে বিশেষ এক চরিত্রে।

ছবিতে মাত্র ২০ মিনিটের জন্য দেখা গেছে তাকে। এটুকু অভিনয়ের জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল ৯ কোটি রুপি!

মুম্বাই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে আলিয়া এ ছবিতে অভিনয় করা নিয়ে বলেন, ‘তামিল ভাষা শেখা খুব সহজ নয়। খুব কষ্ট হয়েছে শিখতে। সেটে তো এক সময় রাম চরণ আর জুনিয়ার এনটিআর নিজেদের মধ্যে যখন তেলুগুতে কথা বলতেন আমি কিচ্ছু বুঝতে পারতাম না। একবার রামের দিকে দেখতাম আর একবার জুনিয়রের দিকে। যেন টেনিস দেখছি।’

অন্যদিকে পরিচালক আলিয়ার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘পর্দায় দুই নায়কের মধ্যে সমানে সমানে যুগলবন্দি বজায় রাখবে আলিয়ার ‘সীতা’ চরিত্রটি। অতিথিশিল্পী হিসেবে পর্দায় এলেও কাহিনিতে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আলিয়া।’

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।