সামাজিক যোগাযোগ মাধ্যমে বাপ্পি লাহিড়ির শেষ পোস্ট

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

ভারতীয় সংগীতাঙ্গনে আরও এক জ্বলজ্বলে নক্ষত্রের পতন। লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি মারা গেছেন। মৃত্যুর মাত্র দুদিন আগে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন তিনি।

সবশেষ ইনস্টাগ্রাম পোস্টে নিজের সংগ্রহে থাকা পুরোনো একটি ছবি শেয়ার করেন। পুরোনো ছবিতেও নিজের সিগনেচার স্টাইল- সানগ্লাস আর স্বর্ণের চেইন পরা ওই ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’।

 
 
 
View this post on Instagram

A post shared by Bappi Lahiri (@bappilahiri_official_)

কয়েক দশক ধরে ভারতীয় উপমহাদেশে বাপ্পি লাহিড়ি নিজের গান দিয়ে নাচিয়ে ছেড়েছিলেন ছোট-বড় সবাইকেই। ‘ডিস্কো কিং’র তকমাও পেয়েছিলেন তিনি। ২০২০ সালে সবশেষ গান গেয়েছেন ‘বাগি-৩’ সিনেমার জন্য বাপ্পি লাহিড়ি।

৬৯ বছর বয়সে তার মৃত্যু যেন মেনেই নিতে পারছেন না ভক্ত-অনুরাগীরা। বলিউড থেকে শুরু করে পুরো ভারতেই চলছে শোকের মাতম।

বাপ্পি লাহিড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৫২ সালের ২৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার আসল নাম অলোকেশ লাহিড়ী। তার মা-বাবা দুজনই ছিলেন সংগীতশিল্পী।

এমআই/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।