আসছে লতা মঙ্গেশকরের বায়োপিক!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। তার কোকিল সুরের গানে মন হারিয়েছেন যুগের পর যুগ অসংখ্য শ্রোতা। কেউ আবার প্রেমে পরে প্রিয়জনকে শোনাতেন লতাজির গান। সেই মানুষটি চলে গেলেন ৬ ফেব্রুয়ারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

৯২ বছরে তার এই প্রস্তান শোক নামিয়েছে বিশ্ব সংগীতাঙ্গনে।

সেই শোকের দাগ মুছতে না মুছতেই এলো এক চমকপ্রদ খবর। বায়োপিক নির্মিত হতে যাচ্ছে লতা মঙ্গেশকরের।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ভারতের তিনজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আনন্দ এল রাই, রাকেশ ওমপ্রকাশ মেহরা ও সঞ্জয় লীলা বনসালি। তারা তিন জনই আগ্রহী বায়োপিকটি নিয়ে কাজ করতে। তবে সঞ্জয় লীলা দশ বছর আগে থেকেই ভেবেছিলেন এটি করবেন।

যদিও লতাজির পরিবার এশিয়ার সবচেয়ে সফল গায়িকা হিসেবে তার অতুলনীয় যাত্রায় কোনো অফিসিয়াল বায়োপিক তৈরির অনুমতি দেবে না। তবে তার পরিবার কোনো এক সময় তার জীবনী নিয়ে কাজ করতে পারে বলেও জানা গেছে।

তাই এখনও স্পষ্ট করে জানা যায়নি কবে থেকে শুরু হবে লতাকে নিয়ে নির্মিত সিনেমাটির কাজ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।