যে কারণে লতার শেষকৃত্যে দেখা যায়নি অমিতাভকে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
লতা মঙ্গেশকর ও অমিতাভ বচ্চন

৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষীয়ান এ গায়িকার। কোভিড-১৯ প্রোটোকলের কারণে নিজের সুরক্ষার জন্য লতার শেষকৃত্যে যোগ দিতে পারেননি বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতিতে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি ভিড়ের মধ্যে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত হননি। কিন্তু অমিতাভ বচ্চন লতার বাড়িতে গিয়েছেন। পরনে ছিল সাদা পাঞ্জাবি, গায়ে শাল, মুখে মাস্ক। লতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। বেশ কিছুক্ষণ সময় কাটান তাদের সঙ্গে। এসময় অমিতাভের সঙ্গী হয়েছিলেন কন্যা শ্বেতা বচ্চন নন্দা।

এর আগে জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। প্রায় ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রয়াত হন তিনি। করোনার সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। চিকিৎসক প্রতীত সামধানি জানান, মাল্টি অর্গান ফেইলিউরের জেরেই মৃত্যু হয় লতা মঙ্গেশকরের।

একেআর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।