জুনিয়র এনটিআরের সংগ্রহে যতো বিলাসবহুল গাড়ি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২২

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার জুনিয়র এনটিআর। দক্ষিণ মাতিয়ে এখন সমগ্র ভারতীয় সিনেমায় ঢেউ তৈরি করছেন এনটিআর। তেলেগু সুপারস্টার, টলিউডের ইয়ং টাইগার নামেও পরিচিত তিনি। দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন।

অভিনয় ছাড়াও গাড়ির প্রতিও ঝোঁক রয়েছে অভিনেতার। তার গাড়ির সংগ্রহ মুগ্ধ করবে যেকোনো অটো প্রেমিককে।

জেনে নেয়া যাক জনপ্রিয় তারকার সংগ্রহে থাকা কিছু গাড়ির নাম-

ল্যাম্বরগিনি উরুস
ভারতে খুব কম অভিনেতাই ইতালীয় বিলাসবহুল স্পোর্টস কারের মালিক। তাদের একজন জুনিয়র এনটিআর। প্রকৃতপক্ষে, তিনিই দেশের প্রথম ব্যক্তি যিনি উরুস গ্রাফাইট সংস্করণের পর সেটি হাতে পান। গাড়ির সৌন্দর্যের জন্য নিজের পছন্দমতো নম্বর প্লেট পেতে অভিনেতা অতিরিক্ত ১৭ লাখ রুপি খরচ করেছেন। বিলাসবহুল গাড়িটির দাম ৫ কোটি রুপি বলে জানা গেছে।

রেঞ্জ রোভার ভোগ
দেশের তারকাদের মধ্যে সবচেয়ে সাধারণ 'এসইউভি'গুলোর (স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল) একটি রেঞ্জ রোভার ভোগ। এতে ২.০ লিটারের চারটি সিলিন্ডার ইঞ্জিন আছে। যা ২৯৬ বিএইচপি (ব্রেক হর্সপাওয়ার) এবং ৪০০ ন্যানোমিটার টর্ক জেনারেট করে। এটি ৭.৩ সেকেন্ডে ০-১০০ কিলোমিটারে পৌঁছানোর ক্ষমতা রাখে। সুপারস্টারের এসইউভির দাম ১.৯৫ কোটি রুপি।

পোর্শ্ব ৭১৮ কেম্যান
বিলাসবহুল গাড়িটির মূল্য ৮৫.৯৫ কোটি রুপি। জুনিয়র এনটিআরের গাড়িটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০৪ কিলোমিটার গতিতে ছুটতে পারে। ৪.৪ সেকেন্ডে পৌঁছাতে পারে ০-১০০ কিলোমিটার।

মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৩৫০ডি
অভিনেতার গ্যারেজে থাকা আরও একটি হট কালেকশন। গাড়িটির দাম ৯৫.৬৭ লাখ রুপি। প্রতি ঘণ্টায় গাড়িটির সর্বোচ্চ গতি ২২০ কিলোমিটার। ৭.৮ সেকেণ্ডে যেতে পারে ০-১০০ কিলোমিটার।

বিএমডব্লিউ ৭২০ এলডি
গাড়িতে কীভাবে বিনিয়োগ করতে হয় জুনিয়র এনটিআর তা খুব ভালো জানেন। ১.৩৫ কোটি রূপি দামের গাড়িটি তার প্রমাণ। বিলাসবহুল গাড়িটি প্রতি ঘণ্টায় ২৫০ কিলমিটার যেতে পারে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।