সুপারস্টার দুলকার সালমানের সংগ্রহে যতো বিলাসবহুল গাড়ি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৬ জানুয়ারি ২০২২

‘চার্লি’ খ্যাত দক্ষিণের সুপারস্টার অভিনেতা দুলকার সালমান। শুধু দক্ষিণে নয় অভিনয় দিয়ে সারা ভারতজুড়েই তুমুল জনপ্রিয় তিনি। অভিনয় দক্ষতা ও ড্যাশিং লুক তাকে একটি সম্পূর্ণ বিনোদন প্যাকেজে পরিণত করেছে। তিনি হয়ে উঠেছেন একজন সফল তারকা।

শুধু অভিনয়-ই তার শখ নয়। বাবা কিংবদন্তি অভিনেতা মামুত্তির মতো তিনিও একজন মোটরহেড। তার কাছে রয়েছে ফেরারি ৪৫৮ স্পাইডার গাড়ি এবং বিশ্বের সেরা বাইকের সংগ্রহ। স্পিডস্টার থেকে স্টানার সবকিছুতেই পারদর্শি দুলকার।

চলুন দেখা নেওয়া যাক ড্যাশিং এ অভিনেতার গাড়ি ও বাইকের সংগ্রহ-

ফেরারি ৪৫৮ স্পাইডার
‘ফেরারি’ সেলিব্রিটিদের মালিকানাধীন গাড়ির সমার্থক হিসেবেই বেশি পরিচিত। তারকাদের কাছে ফেরারি গাড়ি থাকবে না এমন কথা ভাবাও যায় না যেন। তবে বাকিদের চেয়ে তালিকার শীর্ষে রয়েছে দুলকারের ফেরারি। তার সংগ্রহে রয়েছে ফেরারি ৪৫৮ স্পাইডার। যা ৪৫৮ ইতালিয়ার একটি রূপান্তরযোগ্য সংস্করণ। এই সেগমেন্টের সবচেয়ে দ্রুততম মডেল। গাড়িটির সৌন্দর্য্য যেমন মুগ্ধ করবে যে কাউকে। তেমনি গাড়িটি দ্রুত গতির ও বটে। গাড়িটির দাম প্রায় ১.৭৪ কোটি রুপি।

মার্সিডিজ বেনস এসএলএস এএমজি
এএমজি বিভাগের মার্সিডিজ বেনসের সীমিত সংযোজন মার্সিডিজ বেনস এসএলএস এএমজি। এটি দুই সিটের একটি স্পোর্টস গাড়ি। দুর্দান্ত এই গাড়িটির মূল আকর্ষণ এর গতি। এটি ৩.৮সেকেন্ডের মধ্যে ৬২এমপিএইচ (মাইল পার হাওয়ার) গতিতে চলতে পারে। প্রকৃতপক্ষে মার্সিডিজের মতে এসএলএস এএমজি রাস্তার পাশাপাশি, রেস ট্র্যাকে চালানো সবচেয়ে দ্রুতগামী গাড়ি। দুলকারের সংগ্রহে থাকা গাড়ির মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম গাড়ি।

বিএমডব্লিউ এক্স 6 এম
বিএমডব্লিউ এক্স 6 এম হলো একটি স্পোর্টস অ্যাক্টিভিটি কুপ। বিএমডব্লিউ এম রেঞ্জের উচ্চ-ক্ষমতাসম্পন্ন মডেলগুলোর মধ্যে একটি। দুলকারের গাড়ির মডেলটি মোটরস্পোর্ট দ্বারা অনুপ্রাণিত তৃতীয় প্রজন্মের গাড়ি। ‘এম’ হলো সবথেকে আকর্ষনীয় ব্যাজগুলির মধ্যে একটি। এটি অত্যন্ত গতিসম্পন্ন শ্রেণির যানবাহনকে বোঝায়। শুধু পারফরম্যান্সই নয়। এই গাড়িটির আউটলুক ও চমকপ্রদ৷ গাড়িটিতে এম ডাইনামিক মোড, এম ড্রাইভ, এম-টিউনড ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, একটি এম চ্যাসিস, ইলেকট্রনিক নিয়ন্ত্রিত ড্যাম্পারসহ অভিযোজিত এম সাসপেনশনের মতো ফিচার হয়েছে। এর মধ্যে একটি সুপার সাসপেনশন সিস্টেমের বৈশিষ্ট্য ও রয়েছে৷

ট্রায়াম্ফ বোনেভিল
২০১৫ সালে দুলকার তার সংগ্রহে এই পাওয়ার মেশিনটি যুক্ত করেছিলেন। একজন সত্যিকারের মোটরহেড হওয়ার কারণে ২০১৬ সালে তিনি এটি কাস্টমাইজ করেন। বাইকটি কিংবদন্তি অভিনেতা স্টিভ এমসি থেকে অনুপ্রাণিত হয়ে সংগ্রহ করেন তিনি। এটি তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। ২০১৫ এর ট্রায়াম্ফ বোনেভিল একটি সুপারফাস্ট বাইক। যা ৮৬৫সিসির বড় ইঞ্জিন থেকে ৬১ন্যানোমিটার টর্ক জেনারেট করে। বাইকটির কাস্টমাইজেশন এটিকে দুলকার সালমানের সংগ্রহের সবচেয়ে উজ্জ্বল রত্নগুলির মধ্যে একটি করে তুলেছে।

বিএমডব্লিউ আর ১২০০ জিএস
বিএমডব্লিউ আর ১২০০ জিএস ডুয়াল স্পোর্ট মোটরবাইকটিতে ১,১৭০ সিসির দুটি-সিলিন্ডার বক্সার ইঞ্জিন রয়েছে। এটি বিএমডব্লিউ-এর সর্বাধিক বিক্রিত বাইকগুলির মধ্যে একটি। দুলকার একজন বিএমডব্লিউ ফ্যান। ২০১৬ সালে তার বাইকের সংগ্রহে তিনি এই বাইকটি যুক্ত করেছেন। সেই সময়ে বাইকটির দাম ছিল ১৬ থেকে ২০ লাখ রুপি।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।