ওমিক্রন আতঙ্কে ভারতে বন্ধ হচ্ছে সিনেমা হল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০২ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিশ্বজুড়ে আবারও মহামারিকে ডেকে আনছে। এরইমধ্যে বেশ কিছু দেশে ওমিক্রন বাজেভাবে প্রভাব ফেলেছে। ভারতেও প্রতিদিন বাড়ছে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা।

ভারতের বেশ কয়েকটি রাজ্যের সরকার ভাইরাসের বিস্তার রোধে নানা রকম বিধিনিষেধ জারি করছে। বিধি নিষেধের মুখে পড়ছে সেইসব রাজ্যের সিনেমা হলগুলো।

শনিবার (১ জানুয়ারি) হারিয়ানা সরকার ঘোষণা দিয়েছে, ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত গুরুগ্রাম এবং ফরিদাবাদসহ পাঁচটি জেলায় সিনেমা হল, মাল্টিপ্লেক্স, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে। জরুরি নির্দেশের আওতায় এই ঘোষণা দেয়া হয়েছে।

ফরিদাবাদ এবং গুরুগ্রাম ছাড়াও হরিয়ানার আম্বালা, পঞ্চকুলা এবং সোনিপতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ ঘোষণা করেছে রাজ্যটি।

দিল্লি সরকার রাজধানীতে সিনেমা হল সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়ার কয়েকদিন পরে এই আদেশ এলো।

এদিকে দিল্লিতে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় সিনেমার ব্যবসায় প্রভাব পড়েছে। দিল্লি সরকার তার সিদ্ধান্ত ঘোষণা করার পর শহিদ কাপুরের ‘জার্সি’র টিম ঘোষণা করেছে যে তাদের সিনেমাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। বিগ বাজেটের ‘আরআরআর’ সিনেমার মুক্তিও পিছিয়ে নেয়া হয়েছে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।