অক্ষয় নয়, আনন্দের প্রথম পছন্দ ছিলেন সালমান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

‘আতরঙ্গি রে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে সারা আলী খান, অক্ষয় কুমার এবং ধানুশকে। সিনেমাটি পরিচালনা করেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আনন্দ এল রাই। সিনেমাটি রোমান্টিক এবং কমেডি ঘরানার।

সিনেমাটি মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। এর মধ্যেই জানা গেলো চাঞ্চল্যকর এক তথ্য। রাই একাধিকবার বলেছেন যে সিনেমাটি তার হৃদয়ের খুব কাছের। তাই অক্ষয় কুমার নয় নির্মাতার প্রথম পছন্দ ছিলেন সালমান খান।

‘আতরঙ্গি রে’ সিনেমাটিতে অক্ষয় কুমারকে একজন জাদুকরের চরিত্রে দেখা যাবে। একজন জাদুকর যিনি কি না পরে একজন প্রেমিক হয়ে উঠবেন। একজন প্রত্যাশিত জাদুকরের চরিত্রে অভিনয় করার জন্য রাইয়ের মনে প্রথম যে অভিনেতা ছিলেন তিনি সালমান খান। বলিউড হাঙ্গামার সূত্র থেকে জানা যায় যে, সুপারস্টার সালমান খানের ও গল্পটি ভালো লেগেছিল। কিন্তু নানা কারণে তার এই চরিত্রে অভিনয় করা হয়নি। হয়তো ব্যস্ততা।

এটি দ্বিতীয়বার যে রাই একটি ফিচার ফিল্ম (জিরোর পরে) নিয়ে সালমানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু সালমান অভিনয় করতে আগ্রহ প্রকাশ করলেও তা হয়ে ওঠেনি। সালমানের পর রাইয়ের পরবর্তী পছন্দ হৃতিক রোশন।

সালমানের মতো ভারতীয় হিন্দি সিনেমায় হৃতিকও একজন প্রত্যাশিত অভিনেতা। নারী ভক্তসহ তার অনেক ফ্যান-ফলোয়ার রয়েছে। নির্মাতা ও হৃতিকের বহুবার মিটিং হয়েছিল। তিনি সিনেমাটিতে প্রায় চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।

সূত্র আরও জানায় যে, এই দুজনের পরে রাই অনেকটা দ্বিধা নিয়েই অক্ষয় কুমারের কাছে গিয়েছিলেন। গল্প শুনে অক্ষয় চরিত্রটি করতে রাজি হন এবং শুটিং শুরু করেন।

বলিউড হাঙ্গামার সূত্র আরও জানায়, অক্ষয় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। হিন্দি সিনেমায় আগে করা হয়নি এমন একটি চরিত্রে নিজেকে প্রকাশ করতে ও ঝুঁকি নিতে ইচ্ছুক ছিলেন। তাই সুযোগটি পেয়ে রাজি হন। শুটিংয়ের প্রথম দিন থেকে তিনি আনন্দ এল রাইয়ের স্বপ্নের চরিত্রটি নিজের মধ্যে ফুটিয়ে তুলেছেন। এর মধ্য দিয়ে দুজন আজীবনের জন্য বন্ধু হয়ে গেছেন। ‘আতরঙ্গি রে’ সিনেমা রিলিজ হওয়ার পর তাদের দুজনের আরও দুটি সিনেমায় কাজ করার কথা রয়েছে। রাখীবন্ধন এবং গোর্খা।

২৪ ডিসেম্বর ডিজনি এবং হটস্টারে প্রিমিয়ার করা হবে ‘আতরঙ্গি র’ ।

এমআই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।