অজয় দেবগনকে শুভেচ্ছা দিচ্ছেন সবাই, যা বললেন স্ত্রী কাজল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৩ নভেম্বর ২০২১

বলিউডে দেখতে দেখতে ৩০ বছর হয়ে গেল অজয় দেবগনের। ‘ফুল অউর কাঁটে’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ হয়েছিল। বাকিটা ইতিহাস। নানামাত্রিক চরিত্র দিয়ে তিনি বাজিমাত করেছেন। জয় করেছেন দর্শকের মন।

প্রতিষ্ঠা পেয়েছেন একজন দক্ষ অভিনেতা হিসেবে। বয়সকে পরাজিত করে এখনো তিনি পর্দা কাঁপিয়ে যাচ্ছেন স্বমহিমায়।

ইন্ডাস্ট্রিতে অভিনেতার এমন সফল জার্নিতে আবেগে ভাসলেন স্ত্রী কাজল। পাশাপাশি শুভেচ্ছা দিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। সে তালিকায় আছেন অক্ষয় কুমার থেকে সুনীল শেঠিরাও।

সোশ্যাল মিডিয়ায় অজয়কে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও।

২২ নভেম্বর অজয় দেবগনের বলিউড ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তি উপলক্ষে আবেগপ্রবণ স্ত্রী কাজলসোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘৩০ বছর পূর্ণ হলো বলিউড ইন্ডাস্ট্রিতে। তিন দশক হয়ে গেল। একইরকমভাবে আরও অনেক বছর কাজ করে যাও। আর তোমার কাজই তোমার হয়ে কথা বলছে আজ। প্রতি মুহূর্তে তোমার জন্য অনেক শ্রদ্ধা।’

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন অজয় দেবগনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অজয় দেবগন, ২২ নভেম্বর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিরিশ বছর পূর্ণ করলো। যখন ওর ‘ফুল অউর কাঁটে’ মুক্তি পেয়েছিল। মৃদুভাষী, কারও কাজে নাক গলায় না, প্যাশনের সঙ্গে কাজ করে যাওয়া অজয় দেবগন।

অনেক অনেক শুভেচ্ছা তোমায় অজয়। প্রার্থনা করি আরও ৭০ বছর এভাবেই কাজ করে যাও।’

সদ্য মুক্তি পাওয়া ‘সূর্যবংশী’ ছবির একটি দৃশ্য পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার। তিনি লেখেন, ‘আমার মনে আছে, তখন আমরা নবাগত। আমরা একসঙ্গে জুহু বিচে মার্শাল আর্ট অনুশীলন করতাম। আর তোমার বাবা আমাদের ট্রেনিং দিতেন। কীসব দিন ছিল বন্ধু। ‘ফুল অউর কাঁটে’ মুক্তি পেয়েছে দেখতে দেখতে ৩০ বছর পেরিয়ে গেল। সময় পেরিয়ে যায়। বন্ধুত্ব থেকে যায়।’

অজয় দেবগনকে খুব শিগগিরই বেশ কিছু ছবিতে দেখা যাবে। ‘ময়দান’, ‘মে ডে’, ‘থ্যাঙ্ক গড’, ‘ট্রিপল আর’, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘দৃশ্যম টু’ ছবিগুলো সেই তালিকায় অন্যতম।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।