কঙ্গনার পদ্মশ্রী সম্মাননা কেড়ে নেয়ার দাবি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৩ নভেম্বর ২০২১

সদ্য পদ্মশ্রী পাওয়া অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেছেন, ‘ভিক্ষা করে পাওয়া স্বাধীনতা কী করে আসল স্বাধীনতা হতে পারে? ১৯৪৭ সালে যে স্বাধীনতা পাওয়া গিয়েছিল, তা ছিল ভিক্ষা। ভারত আসল স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে।’

সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ভারতের স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত এ মন্তব্য করেছেন অভিনেত্রী।

তার সেই বক্তব্য রাতারাতি ভাইরাল হয়ে যায়। যা নিয়ে ভারতজুড়ে চলছে হইচই। সাধারন মানুষদের পাশাপাশি অনেক রাজনীতিবিদও কঙ্গনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আম আদমি পার্টির এক নেতা এরইমধ্যে স্বাধীনতা নিয়ে অপমানসূচক বক্তব্যের জন্য কঙ্গনার নামে মামলাও করেছেন।

এবার কঙ্গনার পদ্মশ্রী সম্মাননা প্রত্যাহারের দাবি উঠেছে। এই দাবি করেছে কংগ্রেস, শিবসেনা, এনসিপি ও আম আদমি পার্টিসহ রাজনৈতিক কিছু দল। কঙ্গনার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধীও।

ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমস তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন কঙ্গনা।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।