এবার ‘ফারাজ’ সিনেমার পরিচালক ও প্রযোজককে দিল্লি হাইকোর্টে তলব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৬ অক্টোবর ২০২১

রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে বলিউডে নির্মিত হবে চলচ্চিত্র ‘ফারাজ’। ঘোষণার পর থেকেই ছবিটি রয়েছে আলোচনায়। পাশাপাশি বাংলাদেশ থেকে এই সিনেমা নিয়ে আপত্তি তুলেছে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরের নামের ফাউন্ডেশন।

এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক রুবা আহমেদের পক্ষে বাংলাদেশের ল’ ফার্ম লিগ্যাল কাউন্সেল ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ, চলচ্চিত্র নির্মাতা ভূষণ কুমার, সহকারী প্রযোজক অনুভব সিনহা এবং পরিচালক হানসাল মেহেতাকে এ নোটিশ পাঠিয়েছে।

১৩ আগস্ট বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয় দেশের গণমাধ্যমে।

আইনি নোটিশ পাঠানোর পর অবিন্তা কবির ফাউন্ডেশনের পক্ষে অবিন্তার মা মামলাও করেছেন বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা। সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার ফারাজের পরিচালক ও প্রযোজককে তলব করেছে দিল্লি হাইকোর্ট।

২০১৬ সালের ১ জুলাইয়ের ওই জঙ্গি হামলায় আরও অনেকের সঙ্গে নিহত হন ফারাজ আইয়াজ হোসেন।

সেই ফারাজকে নিয়েই সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে টি-সিরিজ ও চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা।

প্রযোজক ভূষণ কুমার ও পরিচালক হংসল মেহতাকে তলব করেছে দিল্লি হাইকোর্ট।

এমআই/এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।