শেহনাজের ভাইয়ের হাতে সিদ্ধার্থের ছবির ট্যাটু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

সিদ্ধার্থ শুক্লা, ‘বিগ বস ১৩’র সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগীদের একজন ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই এবছরের ২ সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে মন ভাঙে অগণিত ভক্তদের।

সিদ্ধার্থের মৃত্যুকে যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার মা রীতা শুক্লা আর প্রেমিকা শেহনাজ গিল। শোকে ভেঙেপড়া শাহনাজের কান্নাভেজা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। সে ছবি কাঁদিয়েছে ভক্তদেরও।

বিজ্ঞাপন

jagonews24

এবার শেহনাজের ভাই শেহবাজের এক ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে। ছবিতে দেখা যায়, সিদ্ধর্থ স্মরণে নিজের শরীরে সিদ্ধার্থের মুখের ছবি দেওয়া ট্যাটু এঁকেছেন শেহবাজ। নিজের ইন্সাটাগ্রামে সে ট্যাটুর ছবি পোস্ট করে শেহবাজ লিখেছেন, ‘তোমার স্মৃতিও তোমার মতোই জীবন্ত। আমাদের স্মৃতিতে তুমি সব সময়ে বেঁচে থাকবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোস্টের নিচে ট্যাটুশিল্পীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।