এবার শিল্পা শেঠির নামে মামলা, তার মায়ের নামেও অভিযোগ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১০ আগস্ট ২০২১

সময়টা ভাল যাচ্ছেনা বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির। দিন কয়েক আগে স্বামী রাজ কুন্দ্রের পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। সে নিয়ে সমালোচনায় আছেন নায়িকাও।

এবার নতুন আরেক ঝামেলায় পড়লেন শিল্পা। ভারতের উত্তর প্রদেশে একটি প্রতারণার অভিযোগে তার এবং তার মায়ের নাম এসেছে।

ইন্ডিয়াটাইমস তাদের এক প্রতিবেদন প্রকাশ করে, ইতিমধ্যে ভারতের উত্তর প্রদেশ লাখনাওয়ে শিল্পা এবং তার মা সুনন্দার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি ফিটনেস সংস্থা চালান তারা। যে কোম্পানির চেয়ারম্যান শিল্পা শেঠি ও তার মা সুনন্দা শেঠি। একাধিক জায়গায় এই ফিটনেস সেন্টারের শাখা খোলার নামে কোটি কোটি টাকা আত্মাসাৎ করেছেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে।

ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই পুলিশের জেরার মুখে পড়তে যাচ্ছেন মা মেয়ে দুজনই।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম শিল্পা শেঠির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে সেখান থেকে কোনো সাড়া মেলেনি। একই অভিযোগে দুটি থানায় পৃথক পৃথক তাদের নামে মামলা করেছেন জ্যোৎস্না চৌহান নামে এক নারী এবং রোহিত বীর সিং নামে এক ব্যক্তি।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।