অলিম্পিকে মাধুরীর গানে নেচে ভাইরাল ইসরায়েলের দুই সাঁতারু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৬ আগস্ট ২০২১

বলিউডের ব্যাপ্তি যে শুধুমাত্র ভারতজুড়ে কিংবা হিন্দি ভাষাভাষীদের মাঝে সীমাবদ্ধ নয়, তা যেন আরও একবার প্রমাণিত হলো। সম্প্রতি টোকিও অলিম্পিকে আর্টিস্টিক সুইমিং ডুয়েট ফ্রি রুটিনে ইসরায়েলের দুই নারী সাঁতারু মাধুরী দীক্ষিতের এক গানের তালে নেচে ভাইরাল হয়ে গেছেন।

তাদের নাচের সেই ভিডিওটি ভারতবাসীদের হৃদয় ছুঁয়ে গেছে। ইসরায়েলের সেই দুই সাঁতারু হলেন ইডেন ব্লেচার ও শেলি ববরিতস্কি।

‘আজা নাচলে’ সিনেমার টাইটেল গানটি মাধুরীর ব্যক্তিগত জীবনেও বেশ রোমাঞ্চকর। কারণ এই গানটি দিয়ে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরেছিলেন তিনি। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে টোকিও অলিম্পিকে দুই প্রতিযোগীর নাচ দারুণভাবে আনন্দ দিয়েছে বলিউডপ্রেমীদের।

মাধুরী দীক্ষিতের এই ছবির পরিচালক ছিলেন অনিল মেহতা। এই ছবিতে মাধুরীর সঙ্গে দেখা গিয়েছিল কঙ্কনা সেন শর্মা, যুগল হংসরাজ, অক্ষয় খান্নাকে।

ইডেন ব্লেচার ও শেলি ববরিতস্কির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে দুজনকেই অভিনন্দন জানিয়েছে ভারতের অনেক গুণীজনসহ, ভক্ত-অনুরাগীরা।

তবে এখন অব্দি মাধুরী ভিডিওটি দেখেছেন কিনা তা জানা যায়নি।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।