মুক্তির আগেই ৩২৫ কোটি রুপি আয় করলো আরআরআর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২০ পিএম, ২৩ মে ২০২১

দক্ষিণের সিনেমাগুলোর মধ্যে অন্যতম আকাঙ্ক্ষিত এসএস রাজমৌলীর 'আরআরআর'। বলিউডের অজয় দেবগন এবং আলিয়া ভাটসহ সিনেমাটিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রামচরণসহ আরো অনেকে।

তবে মুক্তির আগেই বিশাল রেকর্ড সৃষ্টি করেছে এই নতুন সিনেমা। রেকর্ড মূল্যে সিনেমাটির ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সম্প্রতি পিংক ভিলা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ভার‍তের জি গ্রুপ সিনেমাটির সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। এজন্য গুনতে হয়েছে ৩২৫ কোটি রুপি। এর ফলে মুক্তির আগে সবথেকে বেশি দামের বিক্রি হওয়া সিনেমার তকমা পেয়ে গেল 'আরআরআর'।

তবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটি দেখা যাবে প্রেক্ষাগৃহে মুক্তির পর।

প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তির অপেক্ষায় রয়েছে 'আরআরআর'।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।