বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৪ মে ২০২১

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে গতকাল বৃহস্পতিবার (১৩ মে)। তবে বাংলাদেশ ও ভারতে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে আজ শুক্রবার। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে তারা উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেছেন। তাদের শুভেচ্ছা বার্তাতেও উঠে এসেছে করোনা মহামারি।

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মি. ইন্ডিয়াখ্যাত জনপ্রিয় তারকা অনিল কাপুর। টুইটারে দেয়া শুভেচ্ছা বার্তা তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এতে তিনি এই অন্ধকার সময় কেটে গিয়ে যেন আলোর দেখা মেলে সেই লক্ষ্যে একটি প্রার্থনামূলক কবিতা শেয়ার দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, ‘তাদের জন্য প্রার্থনা যারা আর পারছেন না। এই কঠিন সময়ে অনেকের বেশি বেশি প্রার্থনা দরকার। যাদের আর কেউ নেই তাদের জন্য আরও বেশি বেশি প্রার্থনা। এই ঈদে আমরা তাই করবো, আপনাদের সবার জন্য।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ‘ধুমখ্যাত’ অভিনেতা অভিষেক বচ্চন। সবাইকে ঘরে থাকার এবং বাইরে গেলে মাস্ক পরে যাওয়ার আহ্বান জানিয়ে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। সেই সঙ্গে মিনার এবং অর্ধচন্দ্রযুক্ত ঝলমলে সুন্দর একটি ছবি শেয়ার করেছেন।

টুইটারে হৃদয়গ্রাহী ভাষায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি বলেন, ‘ঈদ সবসময়ই ভালোবাসার, সহানুভূতির এবং কৃতজ্ঞতার। আপনার চারপাশের সবার প্রতি সদয় হোন, কারণ এই সময়ে এটি অন্য সময়ের চেয়ে বেশি প্রয়োজন। সবার মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।’

খ্যাতিসম্পন্ন অভিনেত্রী মাধুরী দীক্ষিত ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। টুইট বার্তায় তিনি বলেন, ‘যারা ঈদ উদযাপন করছেন, সবাইকে ঈদ মোবারক। চলুন প্রার্থনায় ভালোবাসার মানুষগুলোকে স্মরণ করি এবং সবার মঙ্গল কামনা করি।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরেক মিষ্টি মেয়ে প্রীতি জিনতা। প্রীতি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সৃষ্টিকর্তা আমাদের শক্তি দিন, সুস্বাস্থ্য দিন এবং আগামী দিনগুলোতে সুখ-সমৃদ্ধি দিন।’

বলিউড তারকা সারা আলী খানও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে ভাই ইব্রাহিমের সঙ্গে সুন্দর একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক। সবার সুখ, মঙ্গল এবং সুরক্ষার জন্য দোয়া করছি। ইনশাল্লাহ সামনে আমাদের জন্য শুভ দিন আসছে।’

এ ছাড়াও বলিউডের আরও অনেক তারকা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং করোনাকাল কেটে গিয়ে সুদিন আসবে সেই প্রত্যাশা করেছেন।

সূত্র : গালফ নিউজ

ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।