‘শতকোটির ছবিতে কাজের চেয়ে করোনা রোগীর সেবাতেই বেশি আনন্দ’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৯ এপ্রিল ২০২১

করোনা থেকে সুস্থ হয়েছেন ভারতীয় অভিনেতা সোনু সুদ। এবার তিনি নিজেকে সঁপে দিয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত মানুষের সেবায়। তিনি মনে করেন, সিনেমাতে কাজ করার চেয়ে মানুষের সেবা করাই উত্তম।

‘দাবাং’ খ্যাত এই অভিনেতা মঙ্গলবার রাতে টুইটারে লেখেন, ‘এইভাবে মধ্যরাতে অসংখ্য ফোন করে যখন প্রয়োজনীয় বেডের ব্যবস্থা করা যায়, কিছু মানুষকে অক্সিজেন সরবরাহ করে দেয়া যায়, শপথ করে বলছি ১০০ কোটির ছবির অংশ হওয়ার চেয়ে সেটা লক্ষ গুণ বেশি আনন্দের। যখন হাসপাতালের বাইরে মানুষ একটা বেডের জন্য অপেক্ষায় অধীর হয়ে রয়েছে, তখন কি আমরা ঘুমাতে পারি?’

প্রসঙ্গত, গত বছর লকডাউন ভারতে শ্রমিকদের বাড়ি দিয়ে আসা, দরিদ্রদের সাহায্য করাসহ নানা মানবিক কাজ করেছিলেন সোনু। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিধ্বস্ত, তখনও একইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা।

সোনু সকলকে একসঙ্গে মিলে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।

জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।