ভিকি ও ভূমিসহ আরও চার তারকা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৫ এপ্রিল ২০২১

করোনা সংক্রামণ বেড়েই চলছে ভারতজুড়ে। পিছিয়ে নেই বলিউডও। প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে শোবিজ জগতের মানুষেরা।

সম্প্রতি আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, গোবিন্দ, পরেশ রাওয়ালরা আক্রান্ত হয়েছেন৷ আজ সোমবার (৫ এপ্রিল) হাসপাতালে ভর্তি হয়েছেন করোনা আক্রান্ত অক্ষয় কুমার।

বিজ্ঞাপন

এবার সেই তালিকায় নাম উঠলো ভিকি কৌশল, ভূমি পেডনেকার, আবরার কাজি, নারায়ণি শাস্ত্রীর।

বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, নতুন আক্রান্তদের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল। তাই তারা সকলেই নিজ বাসায় অবস্থান করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সবাই ডাক্তারের সঙ্গেও নিয়মিত আলাপ করে যাচ্ছেন।

এদিকে অক্ষয় কুমারের শুটিং সেট থেকে ৪৫ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। শোবিজে আক্রান্তের হার বেশ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে বেশ কিছু সিনেমার শুটিং।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।