নেটফ্লিক্সের সঙ্গে পুরোনো পরিচয়ে নতুন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১২ মার্চ ২০২১

বলিউড প্লেব্যাকের অন্যতম একটি নাম অরিজিৎ সিং। প্রায় ২০০ টিরও বেশি গান রয়েছে তার ঝুলিতে। সেই গানের কারণেই সারাবিশ্বে বিখ্যাত গায়ক তিনি।

করোনার এই দীর্ঘ সময় পর আবারো সিনেমার কাজে ফিরছেন এই প্লেব্যাক কিং। তবে এবার খানিকটা অন্য পরিচয়। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের “প্যাগ্লেইটের” নামক এক সিনেমায় সংগীত সুরকার হিসেবে কাজ করছেন তিনি।

সন্যা মালহোত্রা, শ্রুতি শর্মা অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন উমেশ বিস্ট।

সিনেমাটি নিয়ে এক বিবৃতিতে অরিজিৎ সিং জানান “সঙ্গীত সুরকার হিসেবে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। পুরো পৃথিবীকে আমার গান শোনাতে ফিরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই সিনেমাটির গল্প অনেকটা আমার সংগীত জীবনের গল্পের মতই। আমি “প্যাগ্লেইটের” মতো একটি বিশেষ চলচ্চিত্রের সাথে যুক্ত হতে পেরে গর্বিত বোধ করি। ”

সিনেমাটির পরিচালক উমেশ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, “অরিজিৎ সিং এর মতো অসাধারণ একজন মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। সিনেমাটির সবগুলো গানের সুরকার হিসেবে কাজ করছেন তিনি। আশা করছি দর্শকদের দারুণ কিছু উপহার দিতে যাচ্ছি”।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।