বলিউডে শোক : মারা গেছেন অভিনেতা রাজীব কাপুর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

বছর পার হয়নি এখনো। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারে আবার নেমে এলো শোকের ছায়া। ঋষি কাপুরের মৃত্যুর পর এবার প্রয়াত হলেন তার ভাই রাজীব কাপুর। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

‘রাম তেরি গঙ্গা ময়লি’ খ্যাত এ অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর।

বিজ্ঞাপন

সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। কিন্তু পৌঁছানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আনন্দবাজার বলছে, অভিনেতা রণধীর কাপুরের সূত্রে এ খবর প্রকাশ পায়। তিনি জানিয়েছেন, অনেক চেষ্টা করেও রাজীবকে বাঁচানো গেল না। ভেঙে পড়েছেন রণধীর কাপুরসহ পরিবারের সদস্যরা।

ঋষি কাপুরের স্ত্রী অভিনেত্রী নীতু কাপুর সমাজমাধ্যমে রাজীব কাপুরের একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। লিখেছেন, ‘আত্মার শান্তি হোক’।

এর আগে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর গত বছর মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রাজীব কাপুর ছিলেন রাজ কাপুর ও কৃষ্ণা কাপুর দম্পতির সন্তান। তিনি কারিশমা কাপুর ও কারিনা কাপুরের বাবা রণধীর কাপুরের ছোট ভাই। রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরেরও ছোট ভাই ছিলেন রাজীব।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।