আবারও আলিয়া ভাটের নায়ক রণভীর সিং

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

এ জুটিকে দেখা গিয়েছিল ‘গলি বয়’ সিনেমায়। সেখানে দুজনই অভিনয়ের সবটুকু মেধা ঢেলে দিয়েছেন। স্বভাবতই সেটি আলোচনা ও সাফল্য দুই-ই পেয়েছে। সেই দুর্দান্ত সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি হতে যাচ্ছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা রণভীর সিং এবং আলিয়া ভাট।

জানা গেছে, করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে করণ জোহরের একটি সিনেমায় দেখা মিলবে তাদের।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, রোমান্টিক ঘরানার এই সিনেমাটির কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছেন করণ। এ সিনেমার মধ্য দিয়ে ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমার পর দীর্ঘ বিরতি শেষে আবারো রোমান্টিক সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন এ প্রযোজক ও পরিচালক।

সম্প্রতি নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ স’ নামক একটি সিরিজও পরিচালনা করছেন তিনি।

মজার তথ্য হলো, করণ জোহরের পরিচলনায় এবারই প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন রণভীর সিং। আলিয়াকে নিয়ে ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় কাজ করেন করণ। সেই সিনেমা দিয়েই বলিউডে পা রাখেন আলিয়া।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।