কৃষকদের জন্য ১ কোটি রুপি দিলেন অভিনেতা দিলজিৎ
কৃষকদের পাশে দাঁড়িয়ে কঙ্গনা রানাউতকে একহাত নিয়ে বর্তমানে দিলজিৎ দোসাঞ্ঝ এখন খবরের শিরোনামে। বলিউডের কন্ট্রোভার্সি কুইনকে সমালোচনা করে নেটিজেনদের কাছে বেশ বাহবাও পাচ্ছেন এই অভিনেতা। যার জেরে গত ২ দিনে তার টুইটারে ফলোয়ারের সংখ্যা আরও ৪ লক্ষ বেড়ে গিয়েছে।
শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, শনিবার (৫ ডিসেম্বর) তিনি সিংঘু সীমান্তে হাজির হন। এখানে জড়ো হওয়া কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় দিলজিৎ বলেন, ‘আমি এখানে শুনতে এসেছি, কথা বলতে বা বক্তৃতা দিতে আসিনি। পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা কৃষকদের ধন্যবাদ। আপনারা আবার ইতিহাস সৃষ্টি করেছেন।
আমি গণমাধ্যমকেও অনুরোধ করবো কৃষকদের পাশে থাকুন। এই কৃষকরা তাদের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে বসে আছেন। দয়া করে এটি দেখান এবং সমর্থন করুন। এখানে কোনো রক্তপাত চলছে না। গোটা দেশ কৃষকদের পাশে রয়েছে। এই গুরুতর ইস্যুটিকে অন্যদিকে ঘুরিয়ে দেবেন না।’
পাঞ্জাবের এই অভিনেতা কৃষকদের পাশে দাঁড়িয়ে কেবল সংহতি দেখিয়েছেন তা নয়, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কৃষকদের শীত বস্ত্রের জন্য ১ কোটি রুপি অনুদান দিয়েছেন তিনি।
কৃষকদের প্রতি দিলজিতের এই সমর্থন হুট করে নয়। যেদিন থেকে বিক্ষোভ শুরু হয়েছিল, সেদিন থেকেই দিলজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকদের প্রতি তার সমর্থন দেখিয়ে চলেছেন।
এলএ/এমএস