করোনায় আক্রান্ত সানি দেওল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি সংসদ সদস্য সানি দেওল। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সম্পাদক অমিতাভ ওয়াস্তি তার করোনা সংক্রমণের খবরটি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন কুল্লু অঞ্চলে অবস্থানের পর থেকেই তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

করোনা পরীক্ষা পজেটিভ আসার পর সানি দেওয়ল এক বিবৃতিতে জানান, ‘মঙ্গলবার (১ ডিসেম্বর) করোনা পরীক্ষা পজিটিভ আসে আমার। বর্তমানের শারীরিক তেমন কোনো সমস্যা নেই। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমি বর্তমানে আইসোলেশন এ আছি।

তবে আমার অনুরোধ, শেষ কয়েকদিন যারা আমার কাছে এসেছেন তারা নিজ দায়িত্বে আইসোলেশনে থাকুন।’

ববি দেওয়ল বর্তমানে ‘আপ্নে ২’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২১ সালের দিওয়ালিতে।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।