ক্যাটরিনার সুপারহিরোর শুটিং জানুয়ারিতে, কে হচ্ছেন নায়ক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৫ অক্টোবর ২০২০

প্রথম সুপারহিরো ছবিতে অভিনয় করবেন বলিউড কুইন ক্যাটরিনা কাইফ। এজন্য ইতোমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ছবিতে যে ভরপুর অ্যাকশন ও দুর্ধর্ষ সব স্ট্যান্ট থাকবে তা বলার অপেক্ষা রাখে না। নারীকেন্দ্রিক সুপারহিরো এই ছবির পরিচালকের আসনে বসতে দেখা যাবে প্রখ্যাত পরিচালক আলি আব্বাস জাফরকে।

বিজ্ঞাপন

বর্তমানে ‘সুলতান’ খ্যাত এই পরিচালক ছবিটির প্রি-প্রোডাকশনের কাজের জন্য দুবাইয়ে রয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে আবুধাবিতে শুরু হবে এই ছবির শুটিং।

আগে জানা গিয়েছিল, অন্য বিদেশি লোকেশনে শুটিং শেষ করা হবে এই ছবির। তবে পরিচালক বলেছেন, ‘ছবির প্রস্তুতি নেয়ার জন্যই আমরা লোকেশন পাল্টে ফেলেছি। প্রথমত এই ছবির শুটিং ইউনিটের অধিকাংশ কলাকুশলী বিদেশি। পাশাপাশি ছবির শুটিং যেহেতু আবুধাবিতে করা হবে, তাই আমরা এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ আপাতত দুবাই থেকে শুরু করেছি। এই মুহূর্তে ছবির শুটিংয়ের জন্য লোকেশন বাছাইপর্ব চলছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুপারহিরো ছবিতে ক্যাটরিনার বিপরীতে নায়ক কে হবেন তা এখনো ঠিক করা হয়নি। এজন্য জোর খোঁজ চালিয়ে যাচ্ছেন আলি আব্বাস জাফর।

শোনা যাচ্ছে, ছবিটি যেহেতু নারীকেন্দ্রিক ও ক্যাটরিনা প্রধান চরিত্রে, তাই এই ছবিতে ক্যাটরিনার বিপরীতে নায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকা। তবে শেষ পর্যন্ত নাকি ভিকি কৌশল বলিউড কুইনের বিপরীতে নায়ক হওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন।

সূত্র : কলকাতাটিভি ডট ওআরজি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।