সুশান্তের মৃত্যু ও বলিউডে মাদককাণ্ডে যা বললেন অক্ষয়
দিন কয়েক আগেই স্কটল্যান্ড থেকে মুম্বাই ফিরেছেন বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। দেশে ফিরেই বলিউডের চলমান অস্থিরতা নিয়ে কথা বললেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, মাদকের তদন্ত থেকে শুরু করে আরও নানা বিষয় নিয়ে বাজে সময় পার করছে বলিউড।
এ খারাপ সময়ে সাংবাদিকদের খবর পরিবেশনে সংবেদনশীল আচরণের প্রত্যাশা করেছেন অক্ষয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকৃত এক ভিডিওতে অক্ষয় বলেন, ‘আমি আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনার সঙ্গে কথা বলছি। গত দুই সপ্তাহ ধরে আমাদের এখানে কি চলছে তা আমরা সবাই জানি। এতে নেতিবাচক অনেক বিষয় রয়েছে। আমি কী নিয়ে কথা বলব, কার সঙ্গে কথা বলব কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
আজ আমাদের তারকা বলা হয়। আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে বলিউড তৈরি করেছেন। চলচ্চিত্রের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি এবং আমাদের দেশের মূল্যবোধকে বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সেটাকে নষ্ট করে দেয়া ঠিক হবে না।
ব্যক্তিগতভাবে আমি মিডিয়ার শক্তি জানি। আমাদের মিডিয়া, সঠিক সময়ে যদি সঠিক বিষয়গুলো স্পটলাইটে না আনে, তবে সম্ভবত অনেক লোক ন্যায়বিচার পান না।’
অক্ষয় সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ‘আমি আমার হৃদয় থেকে মিডিয়াকে অনুরোধ করছি যেন তারা তাদের কণ্ঠস্বর অব্যাহত রাখে। দয়া করে কিছু সংবেদনশীলতা দেখান। কারণ একটি নেতিবাচক সংবাদ বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে এমন ব্যক্তির সুনাম নষ্ট করতে পারে।’
প্রায় ৪ মিনিটের এই ভিডিওতে অক্ষয় তার ভক্তদের প্রতি ভালোবাসা এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডে অস্থিরতা বিরাজমান। তার মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে বলিউডে মাদক সেবনের তথ্য প্রকাশ্যে চলে আসে। এরপর থেকেই দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে তলব করে এনসিবি।
এলএ/এমকেএইচ