সুশান্ত আর আমি স্বামী-স্ত্রীর মতোই থাকতাম : রিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৮ আগস্ট ২০২০

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত গত ১৪ জুন আত্মহত্যা করেন। নিজ গৃহে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ। তবে সুশান্তের এই মৃত্যুকে আত্মহত্যা মেনে নিতে চাইছেন না তার ভক্ত-অনুরাগীরা। তাদের দাবি, ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে এই অভিনেতাকে।

সম্প্রতি সরাসরি সুশান্তের মৃত্যুর জন্য দায়ী এই অভিযোগের আঙুল উঠছে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সুশান্তের বাবা তো সরাসরিই রিয়াকে খুনি বলেছেন গণমাধ্যমে।

এদিকে দীর্ঘদিনের নীরবতা ভেঙে সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন বাঙালি অভিনেত্রী রিয়া। তিনি সুশান্তের সঙ্গে সম্পর্ক স্বীকার বলেছেন, ‘সুশান্ত আর আমি স্বামী-স্ত্রীর মতো থাকতাম।’

ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পরিচালক-প্রযোজক মহেশ ভাটের সঙ্গে সুশান্ত আর তার সম্পর্ক নিয়ে কোনো মেসেজ বিনিময় করেননি তিনি। সুশান্তকে ছাড়ার বিষয়ে মহেশ ভাট তাকে মদদ দিয়েছিলেন এ কথাও ভিত্তিহীন। সুশান্তের ব্যক্তিগত গাড়িচালককে তাড়িয়ে দেয়ার অভিযোগটিও মিথ্যা বলে দাবি করেছেন রিয়া। নায়িকা বলেন, ‘গাড়িচালক আমি তাড়াইনি। আমি ভাবতেই পারিনি সিদ্ধার্থ আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে এমন কথা বলতে পারে! আমাকে নিয়ে অবশ্য এখন যে যা পারছে বলছে, লিখছে। আমি কোনো ড্রাইভার বদলাইনি, কাউকে আনিওনি। আমি চলে আসার পর সুশান্তের দিদি ড্রাইভার বদল করেছে। কারণ তিনিই তখন বাড়িতে ছিলেন।’

সুশান্তের কোম্পানি নিয়ে রিয়া এবং তার ভাই শৌভিকের ভূমিকা ঘিরে নানা গুজব ছড়িয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, ‘শৌভিককে খুবই ভালোবাসত সুশান্ত। এজন্য আমি ওকে আমার সতিন বলতাম। সুশান্তের জেদেই আমাদের ইতালি ট্রিপে শৌভিককে নেয়া হয়েছিল। পরে সুশান্ত আমাদের দুজনকে ওর ড্রিম প্রজেক্টে যুক্ত করে। এই কোম্পানির জন্য আমরা দুজনও সমান টাকা সুশান্তকে দেই। এরপর আমরা তিনজন মিলে রিলেটিক্স নামের সংস্থাটি শুরু করি। তিনজনেরই এতে ৩৩.৩৩ শতাংশ টাকা দিতে হয়েছিল। আমার ভাইয়ের চাকরি ছিল না বলেই ওর টাকা আমি ওর ব্যাংকে ট্রান্সফার করি। সুশান্তের কোম্পানি সংক্রান্ত শুধু এই লেনদেন হয়েছে আমাদের। বাকি সব মিথ্যা।’

সুশান্তের সঙ্গে ইউরোপ ট্রিপ সম্পর্কে রিয়া বলেন, ‘আমার আর সুশান্তের ইউরোপ ট্রিপ নিয়ে যা খুশি তাই বলা হচ্ছে। সুশান্তের সব টাকা যেন আমিই নষ্ট করেছি। কেন লোকে বলবে আমি ওর টাকায় চলেছি? বরং বলব, এটা ওর সিদ্ধান্ত! আমরা স্বামী-স্ত্রীর মতো থাকতাম। সুশান্ত ভালোবাসা থেকেই সব খরচ করত। আমিও অনেক খরচ করেছি।’

রিয়া আরও বলেন, ‘শুধু তার সঙ্গেই নয়। অনেক দিন আগে বন্ধুদের সঙ্গেও থাইল্যান্ড বেড়াতে গিয়ে ৭০ লাখ টাকা খরচ করেছিলেন সুশান্ত। প্রাইভেট জেট নিয়ে গিয়েছিলেন। রিয়া পাল্টা প্রশ্ন করেন, ‘কার কী বলার আছে বলুন তো, সুশান্ত নিজের পয়সায় কীভাবে জীবন চালাবে? ওর থাইল্যান্ড ট্রিপ নিয়েও কি বলা হবে, যে ওর বন্ধুরা জোর করে ওর টাকা নিয়েছিল? তাহলে আমার ক্ষেত্রে কেন বলা হচ্ছে? আমি মেয়ে বলে।’

রিয়া সুশান্তের মানসিক অসুস্থতার কথা জানিয়ে বলেন, ‘ইউরোপ ট্রিপে গিয়ে জানতে পারি সুশান্ত মানসিকভাবে অসুস্থ। আমরা যখন ইউরোপে বেড়াতে যাচ্ছিলাম তখন সুশান্ত বলেছিল যে ও ফ্লাইটে বসে থাকতে ভয় পায়। তার জন্যও একটি ওষুধ নিয়েছিল। যার নাম ‘মোডাফিনিল’। ফ্লাইটে চড়ার আগে সুশান্ত সেই ওষুধ খায়। ওষুধটা সুশান্তের সঙ্গে সারাক্ষণ থাকত। আমরা প্যারিসে পৌঁছানোর পর সুশান্ত তিন দিন ঘর থেকে বাইরে আসেনি। এতে আমার কিছুটা মন খারাপ হয়। কারণ আমি এই ট্রিপ নিয়ে খুব উত্তেজিত ছিলাম। আমি চেয়েছিলাম ঘুরে বেড়াতে। ওখানে সুশান্ত নিশ্চিন্তে রাস্তায় ঘুরতে পারত, কোনো সমস্যাও হতো না।’

সন্দীপ সিং আর রিয়া চক্রবর্তীর যোগসাজশ নিয়ে যে তথ্য চারদিকে ছড়িয়েছে সেই প্রসঙ্গে রিয়া বলেন, ‘আমি এই নামে কাউকে চিনি না। সুশান্তের এত বন্ধু অথচ তাকে বাড়িতে দেখলাম না, ফোন করতেও না। অদ্ভুত!’

সুশান্তের মরদেহে হাত দিয়ে ‘সরি বাবু’ বলা নিয়েও নানা গুঞ্জন উঠেছিল। সে প্রসঙ্গে রিয়া বলেন, ‘ওর মৃত্যুর খবর এক বন্ধুর মাধ্যমে জানতে পারি। প্রথমে চুপ করেছিলাম। কান্না পাচ্ছিল। কিছুই করে উঠতে পারিনি। পরে যখন ওর শেষকৃত্যে যেতে চাইলাম তখন শুনলাম, ওর পরিবার আমার নাম বাদ দিয়ে দিয়েছে।’

নায়িকা বলেন, “এজন্যই ওকে শেষবারের মতো দেখতে মর্গে গিয়েছিলাম। ওকে শেষবার প্রণাম করতে চেয়েছিলাম। একজন ভারতীয় জানে এই প্রণামের কী মানে! আমার ‘সরি বাবু’ বলা নিয়ে যে এত বিতর্ক, কী বা বলতে পারতাম? এত গুণী মানুষের এই পরিণতি? তার জন্য ‘সরি’। তার মৃত্যু তো প্রহসন হয়ে গেছে। সেই জন্য ‘সরি’। ওর মৃত্যু নিয়ে গল্প লেখা হচ্ছে। সেই জন্য ‘সরি’।”

এদিকে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় তদন্তকারীরা তাকে জেরা শুরু করেন। এসময় রিয়ার সঙ্গে ছিলেন তার আইনজীবী। মনে করা হচ্ছে অভিনেত্রীকে কয়েক ঘণ্টা ধরে দীর্ঘ জেরা করবেন গোয়েন্দারা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।