রেখার বাংলোতে করোনার হানা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১২ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। শনিবার, ১১ জুলাই তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে করোনায় আক্রান্ত হয়েছেন তার পুত্র অভিষেক বচ্চনও।

বলিউড জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। কিছুদিন আগে আমির খানও টুইট করে জানিয়েছিলেন, তার বাড়ির ৭জন কর্মী করোনা আক্রান্ত। এবার জানা গেল বর্ষীয়ান অভিনেত্রী রেখার বাড়ির নিরাপত্তারক্ষীও করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই কারণেই সিল করে দেওয়া হয়েছেন রেখার বাংলো।

কিংবদন্তি অভিনেত্রী রেখা থাকেন বান্দ্রা সমুদ্র উপকূলবর্তী একটি বাংলোতে। তার ব্যক্তিগত দুজন নিরাপত্তারক্ষী রয়েছেন। সেই দুই নিরাপত্তাপক্ষীর মধ্যেই একজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

ওই নিরাপত্তারক্ষী চিকিৎসা চলছে, তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এবিষয়ে অভিনেত্রী রেখা এখনো মুখ খোলেননি।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।