সুশান্তের মৃত্যুতে ইসরায়েল সরকারের শোক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, ২১ জুন ২০২০

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোক কাটছে না। তাকে অকালে হারিয়ে কাঁদছেন তার ভক্ত অনুরাগীরা। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও অনেক ব্যক্তিত্ব।

এদিকে জানা গেল, তার প্রয়াণে শোকাহত ইসরায়েলের সরকার। দেশটি শোকবার্তাও পাঠিয়েছে।

সুশান্তের মৃত্যুশোক এখনও ভুলতে পারেনি ভারত। তার মাঝেই ইসরায়েলের বিদেশ মন্ত্রণালয়ের তরফে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। শুধু তাই নয়, সুশান্তের এক অনুরাগী ইন্দোনেশিয়া থেকেও শ্রদ্ধা জানিয়েছেন।

ইসরায়েলের বিদেশ মমন্ত্রণালয়ের ডেপুটি জেনারেল গিলাদ কোহেন একটি টুইট করে শোকবার্তা দিয়েছেন। যেখানে ‘কাই পো চে' তারকাকে ‘প্রকৃত বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি। গিলাদ কোহেন লেখেন, 'সুশান্ত সিং রাজপুতের এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ইসরায়েল এক প্রকৃত বন্ধুকে হারাল। তোমাকে আমরা মনে রাখব!'

এই টুইটের সঙ্গে সুশান্তের ইসরায়েল ভ্রমণের স্মৃতিবিজরিত একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। উল্লেখ্য, সুশান্তের ‘ড্রাইভ’ ছবির প্রায় সিংহভাগ শুটিং হয়েছিল ইসরায়েলে। পরিচালক তরুণ মনশুখানির এই ছবিতে সুশান্তের বিপরীতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। যে ছবি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া নিয়ে করণ জোহরের সঙ্গে মনোমালিন্যও হয়েছিল সুশান্তের।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।