এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে জাহ্নবীর আলোচিত সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ জুন ২০২০

করোনার প্রভাবে বন্ধ রয়েছে সব ধরনের সিনেমা হল। তাই বলে দর্শককে তো আর বঞ্চিত করা চলে না। তাই নানা রকম অনলাইন প্লাটফর্মগুলো চেষ্টা করে যাচ্ছে আলোচিত সিনেমা মুক্তি দেয়ার। যার ফলে ঘরে বসেই ছবি উপভোগ করতে পারছেন দর্শক।

এরইমধ্যে বলিউডে 'গুলাবো সিতাবো', 'লক্ষ্মী বম্ব', 'শকুন্তলা দেবী'র মতো সিনেমাগুলো ওয়েবে মুক্তি পেয়েছে। এবার ওয়েব প্লার্টফর্মে মুক্তি পেতে চলেছে আরও একটি ছবি। নেটফ্লিক্স মুক্তি দেবে জাহ্নবী কাপুর অভিনীত 'গুঞ্জন সাক্সেনা : দ্যা কার্গিল গার্ল'।

OTT প্লার্টফর্ম নেটফ্লিক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেই 'গুঞ্জন সাক্সেনা : দ্যা কার্গিল গার্ল'- এর মুক্তির কথা জানিয়ে টুইট করা হয়েছে। ক্যাপশানে লেখা হয়েছে 'বিমান ছেলে কিংবা মেয়ে যেই ওড়াক না কেন, তাকে পাইলটই বলে।'

'গুঞ্জন সাক্সেনা : দ্যা কার্গিল গার্ল' ছবির গল্প বাস্তব জীবন ভিত্তিক। যেখানে গুঞ্জন সাক্সেনার ভূমিকায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে। ছবিটির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও জি স্টুডিও। পরিচালনা করেছেন শরণ শর্মা।

'গুঞ্জন সাক্সেনা : দ্যা কার্গিল গার্ল' ছবিতে জাহ্নবী কাপুর ছাড়াও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদীসহ আরও অনেককেই।

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় ভারতীয় যুদ্ধ বিমান উড়িয়েছিলেন শ্রীবিদ্যা রাজন ও গুঞ্জন সাক্সেনা। আর সেই গুঞ্জন সাক্সেনাই যুদ্ধের সময় আহত সেনা জওয়ানদের উদ্ধার করেছিলেন। তার চরিত্রই এবার পর্দায় উঠে আসবে জাহ্নবীর অভিনয়ে।

গত বছর আগস্টে ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনার জন্মদিনে তার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন জাহ্নবী কাপুর। সেটি বেশ আলোচনায় আসে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।