মৃত্যুশয্যায় ঋষি কাপুরের শেষ ভিডিও

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ৩০ এপ্রিল ২০২০

বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর আর নেই। তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে- ‘কান্নায় নয়, হাসিতে মনে রাখুন ঋষিকে।’

ঋষি কাপুর ছিলেন হাসি খুশিতে মেতে থাকা মানুষ। সারা জীবন তিনি আমোদে কাটিয়েছেন। জীবনের শেষ সময় পর্যন্ত মানুষকে আনন্দ দিয়েছেন।

তার পরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুর আগে শেষবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের আনন্দ দিয়ে গিয়েছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে- হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ঋষি কাপুর। তার পাশে দাঁড়িয়ে গান গেয়ে শোনাচ্ছেন একজন চিকিৎসক। ওই চিকিৎসকের গান শুনে খুব খুশি হন ঋষি।

তিনি তাকে প্রশংসা করে বলেন, 'বাহ, খুব ভাল গেয়েছ তুমি। আমার আশীর্বাদ রইলো। এগিয়ে যাও তুমি। পরিশ্রম করো। কেননা নাম-খ্যাতি এসব কিছুই পরিশ্রম আর ভাগ্যের উপর নির্ভর করে।'

গত দুই বছর ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে ৩০ এপ্রিল মারা যান ঋষি কাপুর।

এলএ/এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।