করোনা থেকে সুস্থ হয়ে পুলিশের নোটিশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৮ এপ্রিল ২০২০

করোনা আক্রান্ত ছিলেন বলিউডের গায়িকা কণিকা কাপুর। বর্তমানে সুস্থ আছেন তিনি। হাসপাতাল ছেড়ে বাসায় গিয়েছেন।

বেবী ডল খ্যাত এ গায়িকার করোনা আক্রান্ত হওয়া নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে করোনাভাইরাস ছড়ানোর।

তাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে না ফিরতেই পুলিশের নোটিশ পেলেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা সুত্রে জানা গিয়েছে, সোমবার লখনৌ পুলিশ তার বাড়িতে একটি নোটিশ পাঠিয়েছে। সেই নোটিশে আগামি ৩০ এপ্রিলের মধ্যে তাকে থানায় তার বয়ান জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালে থাকার সময় কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারা অনুযায়ী, সংক্রামক ব্যধি ছড়ানো এবং আপদকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করার জন্য এফআইআর দাখিল করেছিল লখনৌ পুলিশ। কণিকা সুস্থ হওয়ার পর তাই তাকে তলব করেছে পুলিশ।

গত ১৫ মার্চ লন্ডন থেকে দেশ ফিরেছিলেন কণিকা। কিন্তু নিজেকে ১৪ দিন হোম কোয়রান্টিন করে রাখার পরিবর্তে বেশ কয়েকটি পার্টিতে যান তিনি। তাই তার বিরুদ্ধে রোগ ছড়ানোর অভিযোগ।

এদিকে সুস্থ হয়ে গেল রোববার নিজের ইনস্টাগ্রাম থেকে একটি বড়সড় পোস্ট করেন কণিকা। সেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

এলএ/এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।