লকডাউন ভেঙে পার্টি করায় নায়িকার বাড়িতে পুলিশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ২৪ এপ্রিল ২০২০

করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব৷ এ প্রাণঘাতী ভাইরাস থেকে বাঁচতে অনেক দেশেই চলছে লকডাউন। ভারতেও দ্বিতীয় দফায় লকডাউন চলছে।

করোনার ভয়ে সবাই এখন নিজেদেরকে ঘরবন্দি করে রেখেছেন৷ এই অবস্থায় বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউড অভিনেত্রী অনিত রাজ।

বোকার মতো তিনি বাড়িতে পার্টি দিয়েছেন। সেই খবর পেয়ে তার প্রতিবেশির অভিযোগে অনিতার বাড়িতে এল পুলিশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হৈ চৈ।

ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, অনিতা রাজের পালি হিলের ফ্ল্যাটের এক প্রতিবেশি পুলিশের কাছে অভিযোগ করেন যে, অভিনেত্রী অনিতা ও তার স্বামী নিজের ফ্ল্যাটে কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে পার্টি করেছেন৷ লকডাউনের এই ধরনের আচরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই অনিতার বাড়িতে হানা দেয় পুলিশ৷

এসময় পুলিশের সঙ্গেও নাকি খারাপ আচরণও করেন অনিতা৷

তবে সংবাদমাধ্যমকে অনিতা জানিয়েছেন, একেবারেই ভ্রান্ত অভিযোগ৷ আমার স্বামী ডাক্তার৷ আমাদের এক পরিচিত অসুস্থ হয়ে তার কাছে আসে চিকিৎসার জন্য৷ কোনো পার্টি আমরা করিনি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।