করোনা মোকাবিলায় ১ কোটি ৩০ লাখ টাকা দিলেন বিজয়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৩ এপ্রিল ২০২০

করোনা সংক্রমণ এড়াতে ভারতজুড়ে চলছে লকডাউন। এমন সময়ে দেশটিতে বেড়ে চলেছে বেকারত্ব। নিম্ন আয়ের মানুষেরা অনিশ্চিত জীবন নিয়ে হুমকিতে পড়েছেন।

তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন অনেক তারকা। কেউ তাদের অন্নসংস্থানের দায়িত্ব নিয়েছেন। কেউ আবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করছেন।

শাহরুখ খান, সালমান খান, হৃত্বিক রোশন, প্রভাস, রাম চরণদের পর এবার শোনা গেল দক্ষিণের তারকা বিজয়ের নাম।

তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও তিনি ১০ লক্ষ টাকা দিয়েছেন।

করোনার ফলে ক্ষতিগ্রস্থ ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদেরও অর্থসাহায্য করেছেন তিনি। দিনমজুরদের সাহায্যার্থে ২৫ লক্ষ টাকা দিয়েছেন বলে খবর এসেছে।

এছাড়া কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং পণ্ডিচেরি- এই চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলেও ৫ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন বিজয়।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।