চার্লি চ্যাপলিনের সাজে চমকে দিলেন বিদ্যা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৭ এপ্রিল ২০২০

দুনিয়াজোড়া জনপ্রিয় অভিনেতা চার্লি চ্যাপলিন। বিশ্বের বিখ্যাত সব তারকাদের আইডল তিনি। সেই চার্লির সাজে এবার হাজির হয়ে চমকে দিলেন 'ডার্টি পিকচার'খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান।

চার্লির পকেট ছেঁড়া জামা, চামড়া ওঠা জুতো, নাকের নিচে ছোট গোঁফের সাজ ও হৃদয় ভরানো নানা হাস্যরসের অভিনয় আজও এক পলকেই হাসির খোরাক যোগায়। ১৬ এপ্রিল ছিলো এ অভিনেতার জন্মদিন।

বিজ্ঞাপন

সেই চ্যাপলিনকে জন্মদিনে মনে করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। পাঁচ বছর আগে এই শুটটি করেছিলেন তিনি। একটি নামি ম্যাগাজিনের কভার পিকচারের জন্য চ্যাপলিন সেজেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ভিডিও পোস্ট করে চার্লিকে শ্রদ্ধা জানালেন বিদ্যা বালান। আর এটি খুব পছন্দ করেছেন এ অভিনেত্রীর ভক্তরা। নিমিষেই তার সেটি ভাইরাল করে দিয়েছেন।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।