করোনায় আক্রান্ত আত্মীয়ের কথা জানালেন বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৩ এপ্রিল ২০২০

নিজের এক আত্মীয় করোনা আক্রান্ত হয়েছেন বলে জানালেন ভারতীয় অভিনেতা বরুণ ধাওয়ান। তার এই আত্মীয় আমেরিকায় চিকিৎসাধীন।

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে লাইভ চ্যাটে বরুণ বলছিলেন, করোনা এখন আমাদের বাড়ির কাছে চলে এসেছে। অথচ যতক্ষণ না নিজের কাছের কোনও মানুষ আক্রান্ত হচ্ছেন, মানুষ ততক্ষণ পর্যন্ত এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছেন না। দয়া করে কথা শুনুন, বাড়িতে থাকুন।

এ ছাড়া করোনা আক্রান্ত তার বন্ধু জোয়া মোরানির খোঁক-খবর দিলেন তিনি। তার সঙ্গে ভিডিও চ্যাটে কথা বলেন বরুণ ধাওয়ান। প্রযোজক করিম মোরানি ও তার দুই কন্যা জোয়া ও শাজা দুজনেই করোনায় আক্রান্ত। তারা হাসপাতালে ভর্তি হন। তবে জোয়া ৩-৪ দিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যদিও বাড়ি ফিরলেও গৃহবন্দি অবস্থাতেই আছেন।

ইতোমধ্যে করোনা মোকাবিলায় ভারতের মানুষের পাশে দাঁড়িয়েছেন বরুণ ধাওয়ান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফান্ডে ৩০ লাখ ও সিএম ফান্ডে ২৫ লাখ টাকা দিয়েছেন বরুণ। মুম্বাই শহরে গৃহহীন মানুষদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।