প্রধানমন্ত্রীর কর্মসূচি ব্যঙ্গ করে বিতর্কে তাপসী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৪ এপ্রিল ২০২০

ভারতে করোনা সংক্রমণ ঠেকাতে চলছে ২১ দিনের লকডাউন। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন কর্মসূচি দিয়েছেন। দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চেয়েছেন তিনি।

তার আবেদন, ৫ এপ্রিল রাত ৯টায় বাড়িতে থেকেই প্রদীপ, মোমবাতি বা টর্চ জ্বালাবে ভারতবাসী। তাও যদি না হয়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই আবেদনের পরই অভিনেত্রী তাপসী পান্নু টুইটে বলেন, ‘নতুন কাজ পেলাম। ইয়ে ইয়ে ইয়ে!’ তাপসীর এই টুইট মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে।

প্রধানমন্ত্রীকে কি কটাক্ষ করলেন তাপসী, এমনটাই ধারণা করছেন নেটবাসীরা। কেউ লিখছেন, ‘তাপসী তোমার নতুন ছবিও ফ্লপ হবে। ইয়ে ইয়ে ইয়ে!’ কেউ লিখছেন, ‘তু জ্বালি না! তু জ্বালি!’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তাপসী প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করলেন কী সে নিয়ে অবশ্য অভিনেত্রী মুখ খুলেননি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।