করোনা : ২৫ লক্ষ টাকা অনুদান দিলেন লতা মঙ্গেশকর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ এএম, ০১ এপ্রিল ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা দুনিয়া। এ ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট লাখেরও বেশি মানুষ এ মহামারিতে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষের। চীনের উহান শহর থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সংক্রমিত হয়েছে ভারতও। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৩৫ জনের। ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন চলছে পুরো ভারতজুড়ে

দেশটির এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এবার এগিয়ে এসেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দেশটির মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি। করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে এছাড়াও দেশটিতে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠিও।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লয়িজের তহবিলে ৫১ লক্ষের অনুদান দেন চেন্নাই এক্সপ্রেসের পরিচালক এই পরিচালক। ইন্ডাস্ট্রিতে দৈনিক মজুরিতে যারা কাজ করেন তাদের সাহায্যের জন্যই ওই অর্থ অনুদান দিয়েছেন বলে জানান রোহিত শেঠি।

বলিউডের জনপ্রিয় পরিচালকের পাশাপাশি অক্ষয় কুমার, সলমন খান, হৃত্বিক রোশন, কার্তিক আরিয়ান, সারা আলি খান, আলিয়া ভাট, বিকি কৌশল, রাজকুমার রাও এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায় অর্থ সাহায্য নিয়ে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ নয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দেন প্রিয়াঙ্কা চোপড়া। করিনা কাপুর ও সইফ আলি খানও এগিয়ে আসেন ইউনিসেফসহ আরও দুইটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দিয়ে।

এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।