মাছিতেও করোনা ছড়ায়, সতর্ক করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাস নিয়ে বরাবরই সচেতন বার্তা দিয়ে চলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। যদিও কিছুদিন আগে আমাবস্যায় ভাইরাসের শক্তি বাড়ে এমন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে সেই টুইট মুছেও দেন তিনি।

এবার তিনি নতুন পোস্টে জানালেন, মাছি থেকেও মানবদেহে সংক্রামিত হতে পারে করোনাভাইরাস। এ বিষয়ে ভিডিওবার্তায় সবাইকে সতর্ক করলেন অমিতাভ বচ্চন। কীভাবে ঘটে এই সংক্রমণ?

অমিতাভ জানিয়েছেন, মেডিক্যাল জার্নাল ‘ল্যানসেট’ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মানব মলের মধ্যে করোনাভাইরাস বেশ কিছু দিন জীবিত থাকতে পারে। কোনও করোনা আক্রান্ত ব্যক্তি যদি সুস্থও হয়ে যান, তার মল থেকে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। কোনো মাছি যদি আক্রান্ত ব্যক্তির মলে বসার পরে সুস্থ ব্যক্তির খাবারে অথবা গায়ে বসে, সে ক্ষেত্রে সহজেই হতে পারে সংক্রমণ।

এমতাবস্থায় খোলা জায়গায় মলত্যাগ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন অমিতাভ। তার ওই টুইটটি রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।